![]() |
অরুণ হালদার (ভাইস চেয়ারম্যান, এনসিএসসি) |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/03/2022 (7 চৈত্র) : ন্যাশনাল কমিশন ফর সিডিউলড কাস্টস্ (এনসিএসসি) – এর ভাইস চেয়ারম্যান (বর্তমানে অস্থায়ী চেয়ারম্যান) শ্রী অরুণ হালদার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তপশিলি জাতিভুক্ত যেসব পরিবার হিংসার শিকার হয়েছেন, তাঁরা যথাযথ বিচার পাচ্ছেন না।
এ সংক্রান্ত মামলাগুলির তদন্তও সঠিক পথে এগোচ্ছে না। শ্রী হালদার জানান, তপশিলি জাতিভুক্ত পরিবারগুলির ওপর হিংসার ঘটনার প্রায় ৪ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে। কিন্তু, প্রশাসন এই অভিযোগগুলিকে রাজনৈতিক হিংসা বলে উল্লেখ করেছে। এর ফলে সংশ্লিষ্ট পরিবারগুলি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।
তপশিলি জাতিভুক্ত সম্প্রদায় কোনও বৈষম্য বা হিংসার শিকার হলে সেই মামলাগুলি নিষ্পত্তির আইনি ক্ষমতা এনসিএসসি-র রয়েছে। কমিশন আজ কলকাতার আঞ্চলিক দপ্তরে এ ধরনের বেশ কয়েকটি মামলার নিষ্পত্তি করেছে।