রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার সুবিচার পাচ্ছে না তফ্শিলিরা, উঠল অভিযোগ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার সুবিচার পাচ্ছে না তফ্শিলিরা, উঠল অভিযোগ

Share This

রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসার সুবিচার পাচ্ছে না তফ্শিলিরা, উঠল অভিযোগ
অরুণ হালদার (ভাইস চেয়ারম্যান, এনসিএসসি)

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/03/2022 (7 চৈত্র) : ন্যাশনাল কমিশন ফর সিডিউলড কাস্টস্ (এনসিএসসি) – এর ভাইস চেয়ারম্যান (বর্তমানে অস্থায়ী চেয়ারম্যান) শ্রী অরুণ হালদার অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তপশিলি জাতিভুক্ত যেসব পরিবার হিংসার শিকার হয়েছেন, তাঁরা যথাযথ বিচার পাচ্ছেন না। 

এ সংক্রান্ত মামলাগুলির তদন্তও সঠিক পথে এগোচ্ছে  না। শ্রী হালদার জানান, তপশিলি জাতিভুক্ত পরিবারগুলির ওপর  হিংসার ঘটনার প্রায় ৪ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে। কিন্তু, প্রশাসন এই অভিযোগগুলিকে রাজনৈতিক হিংসা বলে উল্লেখ করেছে। এর ফলে সংশ্লিষ্ট পরিবারগুলি ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে।


শ্রী হালদার দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার খেয়াদার রীতা নায়েকের মামলাটি উল্লেখ করে জানান, এই পরিবারের সদস্যরা নির্বাচনের পর দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন। তাঁদের বাড়িঘর ভেঙ্গে দেওয়া হয়। কিন্তু, আজ পর্যন্ত রীতার পরিবার কোনও বিচার পায়নি। এই কারণে বারুইপুরের পুলিশ সুপারকে আজ কমিশন তলব করে। সুপারের অনুপস্থিতিতে অ্যাসিস্ট্যান্ট সুপার কমিশনে হাজির হন। ভাইস চেয়ারম্যান আগামী ৭ দিনের মধ্যে রীতা নায়েকের পরিবারকে সহযোগিতা এবং তাঁদের  পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করতে বলেছেন। এ প্রসঙ্গে তিনি আরো জানান, ২০শে মার্চ বীরভূমে শ্রী রঞ্জিত ডোম দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন। কমিশন জেলার পুলিশ সুপারকে ঘটনাটির যথাযথ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

তপশিলি জাতিভুক্ত সম্প্রদায় কোনও বৈষম্য বা হিংসার শিকার হলে সেই মামলাগুলি নিষ্পত্তির আইনি ক্ষমতা এনসিএসসি-র রয়েছে। কমিশন আজ কলকাতার আঞ্চলিক দপ্তরে এ ধরনের বেশ কয়েকটি মামলার নিষ্পত্তি করেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages