রামপুরহাট ও আনিস কাণ্ডের প্রতিবাদে ডানকুনিতে বামেদের মিছিল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রামপুরহাট ও আনিস কাণ্ডের প্রতিবাদে ডানকুনিতে বামেদের মিছিল

Share This

রামপুরহাট ও আনিস কাণ্ডের প্রতিবাদে ডানকুনিতে বামেদের মিছিল


আজ খবর (বাংলা), ডানকুনি, হুগলী, পশ্চিমবঙ্গ, 23/03/2022 (8 চৈত্র) : বীরভূম জেলার রামপুরহাটের বকটুই গ্রামে বর্বরোচিত গণহত্যার বিচার চেয়ে CPIM ডানকুনি এরিয়া কমিটির উদ্যোগে  আজকে বিকালে এক প্রতিবাদী ও ধিক্কার মিছিল সংগঠিত হয়। 

আজকের এই মিছিল থেকে আওয়াজ ওঠে রামপুরহাটে বকটুই গ্রামের গণহত্যায় জড়িত দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। এর পাশাপাশি আনিস খানের আসল খুনিদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জোরালো হয় আজকের এই মিছিল থেকে। 

আজকের এই মিছিল CPIM ডানকুনি এরিয়া কমিটির দপ্তর "স্নেহেন্দু বিকাশ দাস স্মৃতি ভবন" থেকে শুরু হয়ে ডানকুনি বাজার হয়ে অহল্লাবাই রোড ধরে কালীপুর মোড়ে গিয়ে শেষ হয়। উক্ত মিছিলে উপস্থিত ছিলেন CPIM ডানকুনি এরিয়া কমিটির সম্পাদক তথা CPIM হুগলী জেলা কমিটির সদস্য মানিক সরকার, CPIM ডানকুনি এরিয়া কমিটির সদস্য প্রবীরজিৎ সিনহা, মনোজ গায়েন, দেবুজিৎ চ্যাটার্জী, শৈলেন সিংহ রায়, মনিমালা দত্ত, শিবানী চক্রবর্তী সহ অসংখ্য CPIM-এর স্থানীয় কর্মী-সমর্থক'রা। এই মিছিলে মহিলাদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

 রিপোর্ট : তন্ময় ভৌমিক, ডানকুনি,হুগলী

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages