আজ খবর (বাংলা), ইসলামাবাদ, পাকিস্তান, 13/03/2022 : রীতিমত টালমাটাল পরিস্থিতি পাকিস্তানের ইমরান খান সরকারের। সেনাবাহিনীকে 'কুকুর' বলে আক্রমণ ইমরান খানের। সেনা আর সমর্থন করছে না ইমরান সরকারকে।
ভোটে জিতে আসার আগে ক্ম্রাং খান দেশবাসীকে উন্নয়নের বেশ কিছু অঙ্গীকার করে এসেছিলেন। দেশবাসীর অভিযোগ কথা দিয়েও কথা রাখে নি ইমরান। দেশের কিছু মানুষ অনেক ধনী হয়েছেন কিন্তু বেশিরভাগ মানুষ দরিদ্র হয়ে গিয়েছেন। পাকিস্তানের বাজারে জিনিসপত্রের দাম অগ্নি মূল্য, লোডশেডিং চলতে থাকে ঘণ্টার পর ঘন্টা। ইমরানের বিরুদ্ধে পাকিস্তানে ক্ষোভ বাড়ছিল ।
মুশকিলে পড়লেই পাকিস্তান ভারতের দিকে আঙ্গুল দেখিয়ে দেয়, এবারও তার অন্যথা হয় নি। কিন্তু পাকিস্তানের মানুষ এবার এতটাই ক্ষুব্ধ যে ইমরান খানের বিরুদ্ধে ক্ষোভ ক্রমেই বেড়ে চলেছে।
এমতাবস্থায় ইমরান খান নতুন একটি বিল আনতে চান সে দেশের সংসদে। ইমরান দাবী করেছিলেন পাকিস্তানের তিন রাজনৈতিক দল ঐ বিলকে সমর্থন দেবে, কিন্তু পরে জানা যায় পাকিস্তানের অন্য্ কোনো দল ঐ বিলকে সমর্থং করবে না। তখন আস্থা ভোটের কথা ওঠে।
খাইবার পাখতুন প্রদেশে প্রচার করতে গিয়ে ইমরান দাবী করেন ভোটের ক্ষেত্রে পাক সেনাবাহিনী তাঁকে সমর্থন করবে। কিন্তু সেনাবাহিনী পরিস্কার জানিয়ে দেয় তারা নিরপেক্ষ থাকবে। সরকারি বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখবে। এতেই ক্ষেপে যান ইমরান। তিনি বলেন, "মানুষ হলে সেনাবাহিনী নিরপেক্ষতার কথা বলত না। ওরা কুকুরের মত আচরণ করছে।"
ইমরান খানের এই ধরনের মন্তব্য পাকিস্তানের বিভিন্ন মহলে কি বার্তা দেয় সেটাই এখন দেখার। তবে পাকিস্তানে পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছে যে এখন যদি হঠাৎ করে ইমরান সরকারের পতন হয়। সেনাবাহিনী যদি আগেকার মত ফের সবকিছু দখল করে ইমরানকে ক্ষমতাচ্যুত করে তাহলেও অবাক হওয়ার মত কিছু নেই।