আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/03/2022 (8 চৈত্র) : কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে আজ ফের একবার রাজ্যপালকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রামপুরহাট গনহত্যাকান্ড নিয়ে এই মুহুর্তে সরগরম রাজ্য রাজনীতি। আজ সকালেই রামপুরহাটের বগটুই গ্রামে গিয়েছিলেন বাম নেতা মহম্মদ সেলিম এবং বিমান বসু। বাম নেতাদের সাথে পুলিশের বাদানুবাদ হয় বলে অভিযোগ। বাম নেতারা আহতদের দেখতে রামপুরহাট হাসপাতালেও যান এবং রামপুরহাটেই একটি মিছিল বের করেন।
![]() |
2টি বাসে মোট 55 জন বিজেপি বিধায়ক যাচ্ছেন |
আর কিছুক্ষণ বাদেই বগটুই গ্রামে গিয়ে পৌঁছাবেন বিজেপি বিধায়ক ও নেতারা। সেই দলে থাকছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। থাকবেন বিজেপি নেতা মনোজ টিগ্গা। বিজেপি বিধায়কদের পুলিশ আটকাবে কিনা সেটা আর কিছুক্ষণ পরেই দেখতে পাওয়া যাবে। ঘটনাস্থলে ব্যারিকেড দেখতে পাওয়া যাচ্ছে।
যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বিরোধীদের আটকানো হবে না। মমতা বলেন, "উত্তর প্রদেশ বা গুজরাটেও এইরকম ঘটনা ঘটে। আমরাও উত্তর প্রদেশের হাথরসে প্রতিনিধি দল পাঠিয়েছিলাম। সেই দলকে আটকানো হয়েছিল। কিন্তু আমরা আটকাচ্ছি না। রামপুরহাটে যা কিছু হয়েছে তা অত্যন্ত নৃশংস এবং নিন্দা করার কোনো ভাষা নেই। কিন্তু এই ঘটনাকে নিয়ে বিরোধীরা বাংলার বদনাম করতে সক্রিয় হয়ে উঠেছে। সেটা মেনে নেওয়া যায় না।"
যেটা জানা যাচ্ছে, রাজ্যপাল এই মুহুর্তে রয়েছেন দার্জিলিংয়ে। তিনি তাঁর সফর সুচী কাটছাঁট করে রামপুরহাটে যাচ্ছেন বলে জানা যাচ্ছে। সেখান থেকে তিনি ফের শিলিগুড়ি ফিরে যাবেন বলে জানা যাচ্ছে। আজ রাজ্যপালকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা আজ বলেন, "আমাদের এখানে একজন লাটসাহেব বসে আছেন। নিজে রোজ দার্জিলিং থেকে জলপাইগুড়ি ঘুরে বেড়াচ্ছেন আর পশ্চিমবঙ্গ সম্বন্ধে বদনাম করে যাচ্ছেন।"