আমুলের পর মাদার ডেয়ারিও দুধের দাম বাড়াচ্ছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আমুলের পর মাদার ডেয়ারিও দুধের দাম বাড়াচ্ছে

Share This

আমুলের পর মাদার ডেয়ারিও দুধের দাম বাড়াচ্ছে


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 05/03/2022 : এবার রাজধানী দিল্লী ও আশেপাশের এলাকায় মাদার ডেয়ারি দুধের দাম বাড়ছে লিটার প্রতি 2 টাকা হারে। নতুন দাম কার্যকর হবে রবিবার থেকে।

দেশের সবচেয়ে বড় দুগ্ধ সংস্থা আমূল লিটার প্রতি 2 টাকা করে দাম বাড়িয়ে দিয়েছে গত 28 তারিখ থেকে। আর এবার মাদার ডেয়ারিও লিটার প্রতি 2 টাকা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করল। 


এবার থেকে মাদার ডেয়ারি দুধের দাম বেশি দিতে হবে ক্রেতাকে। সম্পূর্ণ ক্রিম দুধের দাম ছিল 57 টাকা প্রতি লিটার। এবার ক্রেতাকে 59 টাকা প্রতি লিটার দাম গুনতে হবে। টোনড দুধের নতুন দাম হবে 49 টাকা, ডাবল টোনড দুধের নতুন দাম হবে 43 টাকা। গরুর দুধের দাম 49 টাকা থেকে বেড়ে 51 প্রতি লিটার হয়ে যাবে। 

মাদার ডেয়ারি জানিয়েছে, দুগ্ধ চাষিদের আভ্যন্তরীণ খরচ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ার ফলেই দুধের দাম বাড়াতে হচ্ছে। দাম বাড়ানো ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই। এই মুহুর্তে দিল্লী, উত্তরপ্রদেশ ও হরিয়ানায় দাম বাড়ার কথা বলা হলেও এরপর গোটা দেশেই দুধের দাম বাড়বে বলে মনে করা হচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages