ডানকুনিতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ ফের প্রকাশ্যে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ডানকুনিতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ ফের প্রকাশ্যে

Share This

ডানকুনিতে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ ফের প্রকাশ্যে


আজ খবর (বাংলা), ডানকুনি, হুগলী, পশ্চিমবঙ্গ, 27/03/2022 (12 চৈত্র) : ডানকুনিতেও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দ ফের প্রকাশ্যে চলে এল। 

ডানকুনিতে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব,ডানকুনি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের টিম হাউজিংয়ের অফিস ভাঙচুরের অভিযোগ ওই ওয়ার্ডের কাউন্সিলার জয়শ্রী সিংহ'র অনুগামীদের বিরুদ্ধে, টিম হাউজিংয়ের সদস্যদের বিরুদ্ধে মহিলাদের কুটুক্তি করার জন্য পাল্টা অভিযোগ কাউন্সিলার অনুগামীদের, ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। 

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ,ওই ওয়ার্ডে পুরভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন টিম হাউজিংয়ের সদস্য তথা স্থানীয় তৃণমূল নেতা গৌতম ঘোষের স্ত্রী জয়ন্তী ব্যানার্জি ঘোষ। পরবর্তী কালে দলীয় চাপে প্রার্থী পদ প্রত্যাহার করে নিলেও পুরভোটে নির্দল প্রার্থী দেওয়ার সময় থেকেই প্রকাশ্যে চলে আসে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধ।

টিম হাউজিংয়ের সদস্য তথা স্থানীয় তৃণমুল নেতা গৌতম ঘোষের অভিযোগ "আজ দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেশ কয়েক জন মদ্যপ যুবককে নিয়ে এসে তাদের টিম হাউজিংয়ের অফিস ভাঙচুর করে ও মারধোর করে।" এছাড়াও তাঁর দাবি টিম হাউজিংয়ের সদস্যরা বিগত ২৮ বছর ধরে সামাজিক কাজ কর্মের সাথে যুক্ত। এবিষয়ে কাউন্সিলার জয়শ্রী সিংহ কোন মন্তব্য করতে না চাইলেও তাঁর অনুগামীদের অভিযোগ "টিম হাউজিংয়ের অফিসের সদস্যরা যখন তখন মহিলাদের কুটুক্তি করতো এবং ওরা নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করে কাউন্সিলারের নামে মিথ্যা অভিযোগ করছে"। 

রিপোর্ট :  তন্ময় ভৌমিক, ডানকুনি, হুগলী 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages