আজ খবর (বাংলা), শিলিগুড়ি, দার্জিলিং, 24/03/2022 (9 চৈত্র) : জোড়ালো বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিখ্যাত সেবকের করোনেশন ব্রীজ বা বাঘ পুল।
সেবক করোনেশন সেতুতে হঠাৎ বিস্ফোরণ।বৃহস্পতিবার দুপুরে তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। দেখা যায় ব্রীজের ওপর একটি গাড়িতে বিস্ফোরণ হয়েছে।
যদিও কোনও নাশকতামূলক পরিকল্পনার অঙ্গ হিসেবে এই বিস্ফোরণ ঘটানো হয়নি বলেই জানা যাচ্ছে। পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় মুম্বইয়ের একটি সংস্থার ওয়েব সিরিজের শুটিং চলছে। এই বিস্ফোরণ তারই অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে তিস্তা নদীর ওপর থাকা করোনেশন সেতু একটি স্পর্শকাতর এলাকা। প্রাচীন ঐতিহ্যবাহী এই সেতুটির অবস্থাও খুব একটা ভালো নয়। পাশাপাশি অভয়ারণ্য সংলগ্ন এলাকা হওয়ায় জায়গাটিতে বাঁদর সহ বিভিন্ন পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতি রয়েছে। সেক্ষেত্রে বিপুল পরিমাণ শব্দ ও ধোঁয়া সহযোগে এহেন বিস্ফোরণ ঘটানো কতটা সমীচিন তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
ডুয়ার্স ফোরামের সদস্য চন্দন রায় প্রশ্ন তোলেন হেরিটেজ সেতুর উপর কি ভাবে প্রশাসন এই রকম ঘটনা ঘটানোর অনুমতি দিল ! এর প্রতিবাদ জানিয়ে সমস্ত মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।