আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 12/03/2022 : কলকাতা ধর্মতলায় আনিস খান এবং তুহিনা খাতুনের নির্মম হত্যার প্রতিবাদে, কোর্টের তত্ত্বাবধানে CBI তদন্তের দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে অনশন ও অবস্থান বিক্ষোভ শুরু হলো ধর্মতলায় ওয়াই চ্যানেলে।
শুধু তাই নয়, রাজ্য পুলিশ প্রশাসনকে ব্যানার লাগিয়ে কটাক্ষ করলেন অধীর রঞ্জন চৌধুরী। ব্যানারে লিখেছেন পশ্চিমবঙ্গের মা মাটি মানুষের সরকারের পুলিশের নতুন প্রকল্প দুয়ারে খুনের শহীদ আনিস খানের রক্ত ঋণ রক্ত দিয়ে শোধ কর।
অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জিকে তীব্র কটাক্ষ করে বললেন, "মমতা ব্যানার্জি বাংলা থেকে গোয়াতে গিয়ে বিজেপির দালালী করেছে এবং বিজিপির এজেন্ট কহিসেবে কাজ করেছে। গোয়াতে বিজেপি জেতার মূল কারণ বাংলা থেকে লুটের টাকা নিয়ে গিয়ে গোয়ার কংগ্রেস বিধায়কদের কিনে কংগ্রেস ভেঙেছে।"
আনিস খানের হত্যার তদেন্তের জন্যে যে সিট গঠন করা হয়েছিল সেটাকে তিনি গড়ের মাঠের কুকুরের সাথে তুলনা করেন এবং এর পাশাপাশি তিনি পার্থ চট্টোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন।