মমতার বিমান আচমকা উচ্চতা হারিয়ে নেমে এল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মমতার বিমান আচমকা উচ্চতা হারিয়ে নেমে এল

Share This

 

মমতার বিমান আচমকা উচ্চতা হারিয়ে নেমে এল

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৪/০৩/২০২২ :  বারাণসী থেকে ফেরার পথে মমতার বিমান আচমকাই আকাশের উচ্চতা থেকে অনেকটা নিচে এসে পড়ল , যাকে 'এয়ার ডিসেন্ড' বলা হয়। 

উত্তরপ্রদেশের বারাণসীতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে যেমন কাশী বিশ্বনাথের পুজো করেন, তেমনই  তিনি গঙ্গা আরতি দেখেন দশাশ্বমেধ ঘাটে। সেই সঙ্গে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনের সময় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব ও তাদের অন্য সহযোগী রাজনৈতিক দলগুলির হয়ে জনসভায় অংশগ্রহণ করেন তিনি। গতকালই উত্তরপ্রদেশে ছিল ষষ্ঠ দফার ভোট। 

আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিমানে বারাণসী থেকে কলকাতায় ফিরছিলেন। কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছনোর ঠিক ১০ মিনিট আগে মমতার বিমান আকাশের যে উচ্চতায় উড়ছিল, সেই উচ্চতা থেকে আচমকা দ্রুত গতিতে নিচের দিকে নেমে আসে।  বিমান চলাচলের পরিভাষায় একে 'ডিসেন্ড' বলে।  আকাশে বিমান যে উচ্চতায় ওড়ে, আচমকা সেই উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে আসে বিমানটি। বলা যায় বিমানের পাঠান হয়। এইভাবে মাঝ আকাশে বিমানের দ্রুত পতনের ফলে ভিতর থেকে মনে হয় বুঝি বিমানটি আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ে যাচ্ছে। 

বিমানটির ডিসেন্ড  হওয়ার সঙ্গেই বিমানের ভিতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও আকাশের উচ্চতা থেকে অনেকটা নেমে এসে পরিস্থিতি সামলে যায়।  কিন্তু মমতার মত ভিভিআইপি যে বিমানে রয়েছেন, সেই বিমানের ডিসেন্ড কেন হল, তার সদুত্তর এখনও পর্যন্ত পাওয়া যায় নি।  সাধারণত খারাপ আবহাওয়ার জন্যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আবার এয়ার পকেটে পড়ে গিয়েও এই ধরনের ঘটনা ঘটতে পারে। অথচ আজ কলকাতার আকাশের কাছাকাছি আবহাওয়া একটুও খারাপ ছিল না।  তা সত্ত্বেও মমতার বিমান কিভাবে এতটা প্রবলভাবে ঝাঁকুনি খেয়ে অতটা  উচ্চতা থেকে দ্রুত নিচে নেমে এল, তা বিষ্ময় জাগাচ্ছে অনেকের মনেই। 

এই ঘটনায় বিস্মিত হয়েছেন রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকরাও। যে কোনো মুহূর্তে এই ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে। এই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিমানের অন্যান্য যাত্রীরা সুস্থ আছেন বলে জানা গিয়েছে। 

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা 

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages