আজ খবর (বাংলা), রামপুরহাট, বীরভূম, 23/03/2022 (8 চৈত্র) : মোট 55 জন বিধায়ক সহ বিজেপির পরিষদীয় দল রামপুরহাটের বগডুবি গ্রামে পৌঁছে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল।
বগডুবি গ্রামে ব্যারিকেডের বাইরে থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, "আজ যত পুলিশ দেখছি, তার একাংশ যদি সেই মুহুর্তে থাকত, তাহলে এতবড় গণহত্যা সংঘটিত হত না। বীরভূম জেলায় কয়েকজন হাতে গোনা নেতা পুলিশ প্রশাসনকে দলদাস বানিয়ে রেখে দিয়েছে। তাদেরকে ছোঁয়ার ক্ষমতা পুলিশের নেই।"
![]() |
অর্জুন সিং |
শুভেন্দু বলেন, "আজ উচ্চ আদালতের নির্দেশে কেন্দ্রীয় ফরেন্সিক দল সম্ভবত আগামীকাল এখানে পৌঁছাবে। আগামীকালও শুনানী আছে। আমরা আশাবাদী আদালত এই গণহত্যার তদন্ত করতে সিবিআইকে দেবে। রাজ্য পুলিশ, সিট বা সিআইডি দিয়ে এখানে নিরপেক্ষ তদন্ত হবে না। এখানে যেহেতু বোমা ফাটার ঘটনাও ঘটেছে, তাই এনআইএ ও তদন্ত করতে পারে।"
বিরোধী দলনেতা শুভেন্দু বলেন, "এখানে যা কিছু ঘটেছে তার নিন্দা করার ভাষা আমার জানা নেই। মুখ্যমন্ত্রী আগামীকাল আসছেন প্রমান লোপাট করার জন্যে। কিন্তু আমরা তা হতে দেব না। দোষীদের খূঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। রাজ্যে এই মুহুর্তে আইন শৃংখলা বলতে কিছু নেই।"
এদিকে রামপুরহাট গণহত্যার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছে বিজেপি। বারুইপুর, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, চুঁচুড়া সহ রাজ্যের বিভিন্ন শহরে চলছে অবস্থান বিক্ষোভ।