সুন্দরবনে দু'বার বাঘের দর্শন, খুশী পর্যটকেরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সুন্দরবনে দু'বার বাঘের দর্শন, খুশী পর্যটকেরা

Share This

সুন্দরবনে দু'বার বাঘের দর্শন, খুশী পর্যটকেরা


আজ খবর (বাংলা), সুন্দরবন, দক্ষিন 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 19/03/2022 : হোলি উপলক্ষে সুন্দরবন ঘুরতে আসা পর্যটক এর দল পর পর দু'বার বাঘের দর্শন পেলেন। স্বভাবতই খুশি পর্যটকদের দল ।

সুন্দরবন এ ঘুরতে গিয়ে সুন্দরবনের বাঘের দেখা পাওয়া এখন পর্যটকদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। দোল ও হোলি উপলক্ষে কলকাতা থেকে একদল পর্যটক বৃহস্পতিবার সুন্দরবনের ভ্রমণ করতে যায়। লঞ্চ নিয়ে ঘোরার সময় বসিরহাট রেঞ্জে অন্তর্গত খিলার জঙ্গলে  বাঘ দেখতে পায়। সুন্দরবন গিয়ে সাক্ষাৎ সুন্দরবনের বাঘ পাওয়াতে ইতিমধ্যে আনন্দিত পর্যটকেরা। 

সুন্দরবন ভ্রমণ শেষে বাড়ি ফেরার সময় আবার ছোট চিলমারী জঙ্গলের কাছে দক্ষিণ রায়ের সঙ্গে দেখা। পরপর দুবার সুন্দরবনের বাঘের পাওয়াতে আনন্দিত হয়ে উঠেছে পর্যটকদের দল। নবকুমার বেতাল জানান, দক্ষিণ ২৪ পরগনার অন্যতম প্রাণবৈচিত্র্য সম্পন্ন ম্যানগ্রোভ অরণ্য পর্যটক কেন্দ্র হল সুন্দরবন। ভ্রমণপিপাসু বাঙালির কাছে সুন্দরবন মানেই আবেগ। আর সুন্দরবন মানে পৃথিবী খ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার আর কুমির। আমরা বৃহস্পতিবার সাতগাছিয়া থেকে সুন্দরবন ভ্রমণ করতে গিয়েছিলা। লঞ্চ নিয়ে ভ্রমন করার সময় দুটি পৃথক জঙ্গলে বাঘের দর্শন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার।

রিপোর্ট : কুতুব উদ্দিন মোল্লা: সুন্দরবন

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages