বামেদের ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বামেদের ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া

Share This

বামেদের ডাকা বনধে মিশ্র প্রতিক্রিয়া


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 28/03/2022 (12 চৈত্র) : শ্রমিক বিরোধী আইন ও অন্যান্য 12 দফা দাবীতে বামেদের ডাকা 48 ঘণ্টার বনধে বিভিন্ন জায়গায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ির চিত্রটা একটু অন্যরকম। এখানে শকাল থেকেই রাস্তায় বেসরকারি গাড়ির দেখা ছিল না। শকাল থেকে দেখ্তে পাওয়া যায় নি মিনিবাস, অটো এবং টোটোর। জলপাইগুড়ির নেতাজিপাড়া বাস স্ট্যান্ডের কাছে বনধ সমর্থ্কেরা একটি সরকারি বাস আটকাতে গেলে পুলিশ ঘটনাস্থলে আসে। তারপর থেকে সরকারি বাস চলছে। তবে শকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা। সেভাবে খোলেনি দোকান পাট বাজার।


উত্তর 24 পরগনার বেলঘরিয়া স্টেশনে ডাউন ট্রেন আটকে দেয় বনধ সমর্থকেরা। এখানেও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় কিছুক্ষণ পরেই। 



হুগলীর ডানকুনিতে শকাল থেকেই রাস্তাঘাট ছিল জনশূন্য। হাতে গোনা কিছু দোকান খুললেও ক্রেতার সংখ্যা ছিল নগণ্য। কিছু লরি ট্রাক চললেও বেসরকারি যানবাহন চলাচল ছিল একেবারে বন্ধ। হিন্দমোটরের বটতলায় বনধ সমর্থনকারীদের সাথে পুলিশের বচসা বাঁধার ঘটনা ঘটেছে। ওখানে বিবি ষ্ট্রীট অবরোধ করা হয়েছিল। কলকাতায় ধর্মঘটের সমর্থনে প্রেসিডেন্সী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ দ্বার ও সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages