আজ খবর (বাংলা), রিষড়া, হুগলী, পশ্চিমবঙ্গ, 22/03/2022 (7চৈত্র) : নিত্যদিন অদ্ভুত ঘটনা ঘটছে হাওড়া মেইন লাইন শাখার রিষড়ায়। আজ সকালে এখানে অফিস টাইমেই রেল রেলগেট খোলা রেখে দেওয়া হল সব ট্রেনগুলিকে আটকে রেখে।
হাওড়া মেইন লাইন শাখার রিষরা ৪ নম্বর রেল গেট অফিস টাইমে খোলা থাকার জন্যে অফিস টাইমে সব ট্রেন দাড়িয়ে পড়ছে অনেক সময় ধরে। নিত্য যাত্রীদের প্রায় দিনই গন্তব্যে যেতে দেরি হয়ে যাচ্ছে। একই লাইনে দুই বা তার বেশি ট্রেন দাড়িয়ে পড়ছে অনেক সময় ধরে। যার ফলে ট্রেন যাত্রীরা নাকাল হচ্ছেন নিত্যদিন।
ওই এলাকায় ছোটো বড়ো অনেক কারখানা রয়েছে, ফলে কারখানা থেকে বহু গাড়ী যাতায়াত করে ঐ গেট দিয়ে ট্রেন এসে গেলেও ঠিক সময় গেট বন্ধ করা যায় না। তাই এই ট্রেন দাড়িয়ে পড়ার ঘটনা রোজই লেগে আছে, ট্রেন যাত্রীদের এক অংশ অভিযোগ করেন যে 'ওই এলাকার কারখানা গাড়ী আগে পার করে দেবার জন্য রেলের কিছুই কর্মী গেট খোলা রেখে টাকার বিনিময়ে গাড়ী পারাপার করিয়ে দেয়।'