আজ খবর (বাংলা), জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ, 14/03/2022 : মাধ্যমিকের অংক পরীক্ষা নিয়ে ছাত্র-ছাত্রীদের অনেকটা ভয়-ভীতি থাকলেও এবারে অংক পরীক্ষা ভীষণ ভালো হবে বলে জানালো অনেক পরীক্ষার্থীরা।
করোনাকাল এবারের মাধ্যমিক পরীক্ষায় তেমন প্রভাব ফেলেনি বলেও অভিমত প্রকাশ করল এদিন অংক পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীরা। জলপাইগুড়ি সদর ব্লকের নন্দন হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়েই অংক পরীক্ষা দিতে প্রস্তুত।
মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা এক শিক্ষক মহাশয় জানালেন, "মাধ্যমিকের অংক পরীক্ষার আগের পরীক্ষাগুলো অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এবং আগামী পরীক্ষাগুলো খুব সুন্দর ভাবেই অনুষ্ঠিত হবে।"
তিনি আরও বলেন, "দু'বছর পর মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তাতে ভীষণ আনন্দিত ছাত্রছাত্রীসহ শিক্ষক শিক্ষিকারা।"
রিপোর্ট : বিকাশ সরকার, হলদিবাড়ি