রাজ্যে দ্রুত সদস্য বাড়াচ্ছে আম আদমি পার্টি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্যে দ্রুত সদস্য বাড়াচ্ছে আম আদমি পার্টি

Share This

রাজ্যে দ্রুত সদস্য বাড়াচ্ছে আম আদমি পার্টি
অঙ্কুরহাটিতে লিফলেট বিলি

আজ খবর (বাংলা), অঙ্কুরহাটি, হাওড়া, পশ্চিমবঙ্গ, 21/03/2022 (6 চৈত্র) :  এবার গুনে গুনে রাজনীতির ময়দানে পা ফেলে পশ্চিমবঙ্গেও একটু একটু করে নিজেদের বিস্তার করে চলেছে আম আদমি পার্টি। 

দিল্লীতেই শুধু নিজেদের সাম্রাজ্য বেঁধে রাখতে চায় না আম আদমি পার্টি। চলতি মাসের 10 তারিখে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। সেই ফলই বলে দিচ্ছে ঝাড়ু শিবির বা আপ এবার সর্ব ভারতীয় রাজনৈতিক দল হয়ে উঠতে চাইছে। দিল্লীর পর তারা ব্যাপক ভোটে জিতে পঞ্জাবেও সরকার গঠন করেছে। গোয়ায় খুব খারাপ ভোট পায় নি তারা।

এরপর কি ? আপের পক্ষ থেকে জানানো হয়েছিল এরপর গুজরাট। বিজেপি অধ্যুষিত গুজরাটে হয়ত এগোতে শুরু করে দিয়েছে আম আদমি পার্টি। কিন্তু পশ্চিমবঙ্গেও তারা জোরদার সংগঠন তৈরিতে মনযোগ দিয়েছে। চলতি মাসের 10 তারিখে 5 রাজ্যে ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহ অভিযানে নেমেছে আপের বঙ্গ ব্রিগেড। বঙ্গে প্রতিদিন একটু একটু করে বেড়ে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। 

পথেই চলছে সদস্য সংগ্রহের কাজ

গতকাল রাতে হাওড়া জেলার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অঙ্কুরহাটি এলাকায় রাজপথে সদস্য সংগ্রহ অভিযানে নামতে দেখা যায় আপ সদস্যদের। সেই সঙ্গে একটি ক্যানোপি শিবিরের আয়োজনও করা হয়েছিল। ঐ শিবিরে উপস্থিত ছিলেন জেলা কমিটির মেম্বার ও জেলা কোষাধ্যক্ষ কুনাল দত্ত। গতকাল বহু পথ চলতি মানুষ আম আদমি পার্টিতে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। অদূর ভবিষ্যতে রাজ্যের যে কোনো নির্বাচনে আম আদমি পার্টিকে সর্বাত্মক প্রতিদ্বন্দিতা করতে দেখা যেতেই পারে।

রিপোর্ট : নিজস্ব প্রতিবেদন

আরও পড়ুন :

হুগলীর রঘুনাথপুরে প্রথম স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশীপ

উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা 

আপনি কি আগ্রহী মুনলাইট টির স্বাদ গ্রহণে

কলকাতা বন্দরে এক জাহাজ থেকে অন্য জাহাজে

ইউক্রেন থেকে আসা পড়ুয়াদের শিক্ষা সহায়তা দিক কেন্দ্র : তৃণমূল

ধর্মমত নির্বিশেষে পালিত হল কালু সাহেবের 93 তম তিরোধান দিবস


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages