হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র, তবে কথা বলা বারণ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র, তবে কথা বলা বারণ

Share This


হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র, তবে কথা বলা বারণ


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 11/03/2022 : হাসপাতাল থেকে মদন মিত্রকে ছাড়া হল কিন্তু ডাক্তারদের মতে এখনই কথা বলা যাবে না তাঁর সাথে, কেননা তাঁর মুখে লিউকোপ্লাস্ট দেওয়া রয়েছে।

ভোকাল কর্ডে অপারেশনের পর এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেলেন মদন মিত্র। তবে চিকিৎসকের পরামর্শ মতো কথা বলেননি কামারহাটির তৃণমূল কংগ্রেসের বিধায়ক। লিখিত আকারে তিনি জানান, বিধানসভায় যাবেন। 

শুক্রবার মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে এসএসকেএম হাসপাতালের উডবার্ন বিভাগ থেকে বের হন মদন মিত্র। লিখিত বিবৃতিতে চিকিৎসকদের ধন্যবাদ জানান তিনি। তাঁর তরফে জানানো হয় আগামী ১০ দিন কোনো কথা তিনি বলবেন না। দেড় মাস পর থেকে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। কারণ, ততদিন কোন স্লোগান বক্তৃতা দেওয়া যাবে না। এরপর তাঁর পক্ষ থেকে  আরো জানানো হয়, হাসপাতাল থেকে তিনি সরাসরি বাড়ি যাবেন। সেখান থেকে বিধানসভায় যাবেন। কারণ, বিধানসভায় বাজেট অধিবেশন চলছে।

গতবছর ২০২১ সালের নভেম্বর মাসের শেষের দিকে মদন মিত্রের ভোকাল কর্ডে টিউমার ধরা পড়েছিল। তবে তখন পুরোপুরি অস্ত্রোপচার করাতে চাননি কামারহাটির তৃণমূল বিধায়ক। মঙ্গলবার রাতে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি হন মদন মিত্র। তাঁর চিকিৎসার জন্য ইএনটি স্পেশালিস্ট চিকিৎসক অরুনাভ সেনগুপ্তর নেতৃত্বে তৈরি হয় আট সদস্যের একটি মেডিকেল বোর্ড। বুধবার মদন মিত্রের নানাবিধ রক্তপরীক্ষা, ইকোকার্ডিওগ্রাম এবং ইসিজি হয়। পাশাপাশি পরীক্ষা-নিরীক্ষা করে মদন মিত্রের গলায় টিউমারের অবস্থা, পেশী ইনভলভমেন্ট ইত্যাদিও দেখা হয়। 

এরপর অস্ত্রোপচারের সময় চিকিৎসকরা দেখেন বিধায়কের ভোকাল কর্ডে একটি নয় দুটি পলিপ রয়েছে। ফলে দুটি পলিপই বাদ দিয়েছেন তাঁরা। ইএনটি বিভাগের প্রধান চিকিৎসক অরুনাভ সেনগুপ্ত এই অস্ত্রোপচার করেন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages