আজ খবর (বাংলা), সিমলা, হিমাচল প্রদেশ, 08/03/2022 : হিমাচল প্রদেশের রোহিলের কাছে রাস্তার ওপরেই নেমে এল তুষার ধ্বস বা এভেলান্স। উদ্ধার করা গিয়েছে আটকে পড়া মানুষদের।
হিমাচল প্রদেশের লাহুল ও স্পিতি জেলার টিন্ডি থেকে কিল্লর যাওয়ার পথে কিল্লর থেকে 10 কিলোমিটার আগেই পড়বে রোহিল জায়গাটি। এখানেই আজ তুষার ধ্বস নেমে আসে রাজ্য সড়কের ওপরে।
তুষারধ্বসের ফলে এই এলাকার 26 নম্বর রাজ্য সড়কটি সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে। যানবাহন চলাচল একেবারেই বন্ধ হয়ে যায়। যদিও টিন্ডি জায়গাটিতেও আলাদা করে পাহাড়ে ধ্বস নেমেছে। যার ফলে সেখানেও রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে।
টিন্ডি এবং রোহিল এই দুই জায়গাতেই ছুটে গিয়েছে উদ্ধারকারী দল, রয়েছে পুলিশও। এখনও পর্যন্ত মোট 117 জনকে ঐ এলাকা থেকে উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। টিন্ডি ও রোহিলের মধ্যেকার দুই ধ্বস নামা জায়গার মাঝে আটকে রয়েছে বেশ কিছু গাড়ি। পাহাড়ের ধ্বস এবং তুষার ধ্বস দুইই সাফ করার কাজ শুরু হয়েছে।