অপহরণ করে ধর্ষণ, কুড়ি বছরের জেল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অপহরণ করে ধর্ষণ, কুড়ি বছরের জেল

Share This

অপহরণ করে ধর্ষণ, কুড়ি বছরের জেল


আজ খবর (বাংলা), বারুইপুর, দক্ষিন 24 পরগনা, পশ্চিমবঙ্গ, 24/03/2022 (9 চৈত্র) :  অপহরণ করে ধর্ষণের মামলায় অভিযুক্তকে 20 বছরের জেল ও জরিমানা করল আদালত।

2020 সালের ডিসেম্বর মাসে বারুইপুর থানার অন্তর্গত উত্তরভাগ ঘরের বাসিন্দা মরনি মন্ডল বাড়ির পুর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার নাবালিকা মেয়ে বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় গোপাল পন্ডিত নামে পাড়ার এক যুবক জোর করে তাকে তুলে নিয়ে গিয়ে একটি পরিতক্ত ঘরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিগ্রহ করে। 

 বারুইপুর থানার এসআই অরিজিৎ কর্মকার এর নেতৃত্বে পুলিশ বাহিনী তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। ঘটনার এক বছর তিন মাসের মধ্যে বারুইপুর আদালতের মহামান্য বিচারপতি, এডিজে বারুইপুর সন্দ্বীপ কুমার মান্না উক্ত মামলার রায় ঘোষণা করেন. এই মামলায় আসামি গোপাল পণ্ডিতকে দোষী সাব্যস্ত করে কুড়ি বছরের কারাদন্ড এবং পাশাপাশি  10 হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ডের আদেশ দেন।

রিপোর্ট : সৌভিক সাহা

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages