মনোজ টিগ্গার বুকের হাড় ভেঙেছে বলে জানালো বিজেপি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মনোজ টিগ্গার বুকের হাড় ভেঙেছে বলে জানালো বিজেপি

Share This

মনোজ টিগ্গার বুকের হাড় ভেঙেছে বলে জানালো বিজেপি
মনোজ টিগ্গা


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 28/03/2022 : বিধানসভার হাতাহতিতে আহত হয়ে আজই হাসপাতালে ভর্তি হচ্ছেন বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গা।

বিজেপির পক্ষ থেকে জানানো হযেছ্র, বিধানসভা কক্ষে হাতাহাতির সময় বিজেপি নেতা মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া হয় এবং ধাক্কা দেওয়া হয়। আজ বিকেলে মনোজ টিগ্গাকে এপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর পাঁজরের একটি হাড়ে ফ্র্যাক্চার ধরা পড়ে । কিন্তু এপোলো হাসপাতালেই তাঁকে ভর্তি করা হয় নি।

রাজ্য বিজেপি সভাপতি বলেন, "মনোজ টিগ্গার বুকের একটি রিব ভেঙ্গে গিয়েছে। পুলিশ এপোলো কর্তৃপক্ষকে চাপ দিচ্ছে মনোজ টিগ্গাকে ছেড়ে দেওয়ার জন্যে। তাঁকে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে। এই অবস্থায় কলকাতা থেকে 750 কিলোমিটার দুরে ভুটান সীমান্তের কাছে তিনি কিভাবে ফিরে যাবেন ?"

রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, "মনোজ টিগ্গাকে কল্যাণীর এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আজ রাতে তিনি সেখানেই থাকবেন। কাল শকাল 7 টার উড়ানে তাঁকে দিল্লীতে নিয়ে গিয়ে সেখানকার এইমস হাসপাতালে ভর্তি করা হবে।"

প্রসঙ্গত উল্লেখ্য আজ বিধানসভায় হাতাহাতির ঘটনায় এক বছরের জন্যে সাসপেন্ড করা হয়েছে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, নরহরি মাহাতো ও দীপক বর্মনকে।  আজ হাতাহাতর ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। অভিযোগ উঠেছে মহিলা বিধায়কদের দিকে তেড়ে যাওয়ার। নাক ফেটেছে তৃণমূল বিধায়কেরও। স্পিকার জানিয়েছেন এই ঘটনায় মোট 16-17 জন আহত হযেছ্র্ং, যার মধ্যে বিধানসভার নিরাপত্তা কর্মীরাও আছেন। বিধানসভার সম্পত্তিও নষ্ট করা হয়েছে।

এদিকে বাংলার বিজেপি সাংসদদের হঠাৎ করেই দিল্লীতে ডেকে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বুধবার শকাল আটটা নাগাদ বাংলার সাংসদদের নিয়ে বিশেষ বৈঠকে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাংলার সব সাংসদ হাজির থাকবেন প্রধানমন্ত্রীর বাস ভবনে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages