লন্ডনের স্টেশনের নাম বাংলায় !! - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


লন্ডনের স্টেশনের নাম বাংলায় !!

Share This

লন্ডনের স্টেশনের নাম বাংলায় !!


আজ খবর (বাংলা), লন্ডন, ইংল্যান্ড, 11/03/2022 : এই প্রথম ইংল্যান্ডের একটি রেল স্টেশনের নাম লেখা হল বাংলা ভাষায়, অথচ কলকাতায় নতুন করে গড়ে ওঠা মেট্রো রেল স্টেশন বা অনেক দোকানের সাইনবোর্ডে বাংলা ভাষা খুঁজেও পাওয়া যায় না।

ইংল্যান্ডের লন্ডন শহরে রয়াল লন্ডন হসপিটালের ঠিক উল্টো দিকে ষ্ট্রীট মার্কেটের পিছনদিকে একটি রেল স্টেশন রয়েছে যার নাম হোয়াইট চ্যাপেল রেল স্টেশন। এখানে ভূগর্ভস্থ এবং মাটির ওপরে রয়েছে দুটি রেল স্টেশন, দুটিরই নাম হোয়াইট চ্যাপেল রেল স্টেশন। এই এলাকায় বাঙালিদের ভীড় বেশি। এখানকার বাঙালি কমিউনিটির বেশ কিছুদিনের প্রয়াসের ফলে হোয়াইট চ্যাপেল রেল স্টেশনের নাম বাংলায় লেখা হল।


লন্ডনে বসবাসকারী ভারতীয় ও বাংলাদেশের প্রচুর বাঙালি মানুষ চেয়েছিলেন যাতে হোয়াইট চ্যাপেল রেল স্টেশনে বাংলা হরফেও লেখা থাকে। অবশ্যই সে দেশে বসবাসকারী বাঙালিদের এটা একটা অনন্য নজির। তাঁরা অবশ্যই কৃতিত্বের দাবিদার।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages