আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 23/03/2022 (6 চৈত্র) : কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর শনিবার ১৯শে মার্চ দেশে পণ্য পরিবহণের ক্ষেত্রে নতুন এক ইতিহাস রচনা করলো। এই বন্দরে একটি জাহাজ থেকে অন্য জাহাজে এলপিজি স্থানান্তর করা হয়। এই জাহাজটি বাংলাদেশের মংলা বন্দরে এপিজি পরিবহণ করবে। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন একটি অধ্যায় সংযোজিত হল এবং কলকাতা বন্দর ও মংলা বন্দরের মধ্যে যোগাযোগ বাড়লো।
হলদিয়ায় এলপিজি সহ অন্যান্য তরলীকৃত পণ্য সামগ্রী এক জাহাজ থেকে অন্য জাহাজে সফলভাবে স্থানান্তর করার পর মেসার্স পেস মেরিন সলিউশন প্রাইভেট লিমিটেড গত অক্টোবর-নভেম্বর মাসে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরেও এই সুবিধা শুরু করার প্রস্তাব দেয়। কলকাতার সীমাশুল্ক দপ্তর এক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করেছে।
রাজস্ব বিভাগ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর ১৯শে মার্চ স্যান্ডহেড থেকে ভিএলজিসি এমটি মিউরা জাহাজটি, সেন্না-৭ বার্জে এলপিজির উপাদান স্থানান্তর করে। এমটি মিউরা শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালি থেকে ১১ হাজার ৬৬৬ মেট্রিক টন প্রোপেন এবং ৩২ হাজার ৮৪৮ মেট্রিক টন বিউটেন পরিবহণ করেছে। এখন সেন্না-৭ এই এপিজি মংলা বন্দরে নিয়ে যাবে।
শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের চেয়ারম্যান শ্রী বিনীত কুমার সফলভাবে এই কাজটি সম্পাদন করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।