এবার বাংলায় নজর আম আদমি পার্টির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার বাংলায় নজর আম আদমি পার্টির

Share This
এবার বাংলায় নজর আম আদমি পার্টির

আজ খবর (বাংলা), বারাসাত, উত্তর 24 পরগণা, পশ্চিমবঙ্গ, 13/03/2022 : এবার কলকাতার উপকণ্ঠে বারাসাতে দেখতে পাওয়া গেল আম আদমি পার্টির প্রচুর পোস্টার।

 দিল্লীতে সফলভাবে চলছে আম আদমি পার্টির শাসন।  গুড গভর্নেন্সকে মূলধন করে আম আদমি পার্টি পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে ছিল।  পাঞ্জাব জিতে নিয়েছে তারা। 

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল "এবার কি ? পরবর্তী লক্ষ্য কোথায় ?" এই প্রশ্নের উত্তরে অরবিন্দ কেজরিওয়াল গুজরাটের দিকে আঙুল দেখিয়েছেন। কিন্তু গুজরাট লক্ষ্য হলেও পশ্চিমবঙ্গের দিকেও নজর রয়েছে তাঁর। আর আজ সেই প্রমান মিলল বারাসাতে। 

ভোটের ফল প্রকাশিত হওয়ার পরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সদস্য সংগ্রহ করতে শুরু করে দিয়েছিল আম আদমি পার্টি (আপ)। আজ বারাসাতের নবপল্লী অঞ্চলে 7 ও 8 নম্বর ওয়ার্ডে দেওয়াল জুড়ে আম আদমি পার্টির প্রচুর পোস্টার পড়তে দেখা গেল। সেই পোস্টারে দাবী করা হয়েছে, 'নোংরা রাজনীতিকে করতে সাফ, বাংলায় এবার আসছে আপ'। ঐ পোস্টারে দাবী করা হয়েছে বাংলার পঞ্চায়েত নির্বাচনেও এবার আম আদমি পার্টি লড়াই করবে।

রিপোর্ট : মৌসুমী দেওয়ানজি

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages