কৃষ্ণা ভট্টাচার্য |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৩/২০২২ : পুরভোটের আগের দিন অর্থাৎ ২৬শে ফেব্রুয়ারি আক্রান্ত হয়েছিলেন বিজেপির বর্ষীয়ান প্রার্থী কৃষ্না ভট্টাচার্য্য, তাঁর ওপর এই আক্রমনের তীব্র নিন্দা করে সক্রিয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি। তিনি প্রশ্ন তুলেছেন, এই আক্রমনকেও কি মুখ্য সচিব সাংবিধানিক সঙ্কট বলে দেখাতে চাইবেন ?
বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন, "বর্ষীয়ান বিজেপি নেত্রী কৃষ্না ভট্টাচার্যের অপরযেভাবে ভোটের আগের দিন আক্রমন করা হয়েছে, তাতে নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই. কৃষ্না ভট্টাচার্য একজন বর্ষীয়ান নেত্রী, একজন বিধবা। তাঁর ওপর যেভাবে আক্রমন করা হয়েছে, তাঁকে আহত করা হয়েছে। আমি আবেদন করছি গোটা বিষয়টিতে আপনি সক্রিয়ভাবে ব্যবস্থা গ্রহণ করে উপযুক্ত শাস্তি দিন অভিযুক্তদের।" অনির্বাণ বলেন একজন মহিলা প্রার্থীর ওপর বর্বরোচিত আক্রমনের জন্যে আসা করি একজন মহিলা মুখ্যমন্ত্রী সঠিক পদক্ষে গ্রহণ করবেন। সেই সাথে এটাও প্রমাণিত হবে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে, শাসকের শাসন নয়."
অনির্বাণ চিঠিতে লিখেছেন, "মুখ্যমন্ত্রী অতীতে আপনিও বার বার আক্রান্ত হয়েছেন। তারপরেও আন্দোলন করে গিয়েছেন, সে আপনার পার্টির কর্মীরা এখন কিভাবে এত রক্ত পিপাসু হয়ে উঠল ? বর্ষীয়ান নেত্রী কৃষ্না ভট্টাচার্যের ওপর ঘৃণ্য এই আক্রমনকে নিন্দার কোনো ভাষা আমার জানা নেই. রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী কি এই ঘটনাটিকেও সাংবিধানিক সঙ্কট হিসেবে দেখাতে চাইবেন ?"
আরও পড়ুন : ভবানীপুর হত্যাকাণ্ডের কিনারা করল লালবাজার