আজ খবর (বাংলা), চেন্নাই, তামিলনাড়ু, 06/02/2022 : অনেক বাধা ও আপত্তি কাটিয়ে ইউক্রেন থেকে নিজের পোষা সারমেয়টিকে নিয়ে ভারতে ফিরতে পারল কিরথানা।
যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে আজ সকালেই নিজের পোষ্যকে নিয়ে চেন্নাইয়ে এসে পৌঁছেছে কিরথানা। তবে সুদূর ইউক্রেন থেকে নিজের পোষ্যকে সঙ্গে করে দেশে ফেরাটা অতটা সহজ ছিল না। কিছুতেই তাকে পোষ্য কুকুরটিকে নিয়ে বিমানে ওঠার অনুমতি দেওয়া হচ্ছিল না। কিরথানাও তার পোষ্যকে ছেড়ে চলে আসবে না।
কিরথানার বাড়ি তামিলনাড়ুর মালিয়াদুথুরাই অঞ্চলে। সে ইউক্রেনে পড়তে গিয়েছিল। পঞ্চম বর্ষের এই মেডিকেল ছাত্রী থাকত ইউক্রেনের সীমান্ত অঞ্চলে। তাই অন্যদের মত দীর্ঘ পথ পাড়ি দিয়ে তাকে সীমান্ত পার করতে হয় নি। কিরথানার সাথে থাকত বছর দুয়েকের পিকিংগিজ প্রজাতির একটি কুকুর, নাম ক্যান্ডি। দুজনেই দুজনকে খুব ভালবাসে, তাই যুদ্ধ লেগে গেলে ক্যান্ডিকে ছেড়ে দেশে একা একা ফিরতে রাজি হয় নি কিরথানা। আর এখানেই সমস্যার সূত্রপাত হয়েছিল।
পোষ্য ক্যান্ডিকে নিয়ে বিমানে উঠতে অনুমতিই দেওয়া হয় নি কিরথানাকে। কিন্তু ক্যান্ডিকে ছেড়ে কিছুতেই দেশে ফিরতে রাজি নয় কিরথানা। তাকে রেখে দিয়েই ছেড়ে চলে যায় বিমান। তাকে বোঝান হয় বিমান সংস্থার পক্ষ থেকে, তবু সে নিজের ইচ্ছাতেই অটল থাকে।
এভাবেই চারটে বিমান তাকে ছেড়ে চলে যায়। ইউক্রেনের বিমানবন্দরে পোষ্য ক্যান্ডিকে নিয়ে অপেক্ষা করতে থাকে কিরথানা। কেটে যায় কয়েকটা দিন। এবার বরফ গলে কিছুটা। বিমান কর্তৃপক্ষ তাকে পোষ্য নিয়ে বিমানে ওঠার অনুমতি দেয়, তবে শর্ত দেয় যে তাকে সব লাগেজ সেখানেই ছেড়ে আসতে হবে। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কিরথানা। আজ সকালে লাগেজ ছাড়াই কিরথানা এসে পৌঁছায় চেন্নাই বিমানবন্দরে। সঙ্গে বন্ধু ক্যান্ডি।
এতদিন কিরথানার জন্যে উদ্বিগ্ন ছিল তার পরিবারের বাকি সদস্যরা। আজ সকালে তারা বিমানবন্দরে গিয়ে স্বাগত জানিয়েছে কিরথানা ও ক্যান্ডিকে। পোষ্য ক্যান্ডিকে নিয়ে হাসিমুখে বাড়ি ফিরেছে কিরথানা।