আজ খবর (বাংলা), বানিহাল, জম্মু ও কাশ্মীর, ভারত, 03/03/2022 : বড়সড় ধ্বস নামল জম্মু ও কাশ্মীরের বানিহাল এলাকায়। ধ্বসের জেরে বন্ধ করে দিতে হল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার জাতীয় সড়কের ওপর সব রকম যান চলাচল।
এই মুহুর্তে ঐ জাতীয় সড়ক দিয়ে কোনো রকম যান চলাচল করতে না দেওয়ায় জম্মু ও কাশ্মীরের মধ্যে সড়ক পথ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বানিহালের সহবনবাস অঞ্চলে পাহাড়ের ওপর থেকে ধ্বস নেমেছে। ঐ এলাকা ফাঁকা করে দেওয়া হয়েছে। ঐ এলাকার দুই ধারে অপেক্ষারত যানবাহনের বিশাল একটা লাইন তৈরি হয়েছে। রাস্তার ওপর জমে থাকা পাথরের স্তূপ পরিস্কার করার কাজ চালানো হচ্ছে।
বানিহালের ধ্বসের স্তূপ হয়ত দ্রুত পরিস্কার করে রাস্তা খুলে দেওয়া হবে। তবে আবহাওয়া দফতর আগেভাগেই জানিয়ে রেখেছে, পশ্চিম হিমালয়ের আকাশে বিভিন্ন জায়গায় মেঘ জমা হয়েছে, যাতে জল রয়েছে। আগামী কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরে বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে। বিশেষ করে চলতি মাসের 6 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ব্রিস্তি হতে পারে। সেইসঙ্গে বিভিন্ন জায়গায় ফের ধ্বস নামার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা
আরও পড়ুন :
কলকাতায় অস্থি বিসর্জন হল বাপ্পী লাহিড়ির
মমতাকে ঘিরে কালো পতাকা, শ্লোগান বারাণসীতে
বিজেপি প্রার্থীকে আক্রমণ, মমতাকে চিঠি অনির্বানের
ভবানিপুর হত্যাকাণ্ডের কিনারা করল লালবাজার
JOIN AT AAJ KHABOR WHAT'S APP GROUP, CLICK - https://chat.whatsapp.com/Gay22ogjCVhIzQrHhiqDUJ