আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 07/03/2022 : বারাণসী থেকে ফেরার পথে বিমান বিভ্রাট নিয়ে আজ প্রথমবার নিজের অভিজ্ঞতার কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী 11 তারিখে বিধানসভায় বাজেট পেশ হতে পারে। আজ বিধান সভায় বাজেট অধিবেশনের প্রথম দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভবনে প্রবেশ করছিলেন। সেই সময় সাংবাদিকরা তাঁকে বিমান বিভ্রাট নিয়ে প্রশ্ন করেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়, সেদিন কন নাশকতার ছক ছিল কিনা !
মমতা বলেন, "সেদিন কোনো নাশকতার ছক নয়, কাছাকাছি আরও একটি বিমান চলে এসেছিল। সেই সময় পাইলট অত্যন্ত দক্ষতার সাথে বিমানটিকে নিয়ন্ত্রণ করেন। বিমানটি প্রায় আট হাজার ফুট নিচে নেমে আসে। আর 10 সেকেন্ড দেরি হলে বিমান ক্রাস করে যেতে পারত।" ঐ ঘটনায় মমতা পাঁজর ও কোমরে ব্যাথা পেয়েছিলেন। ব্লাড প্রেসারও সাময়িকভাবে বেড়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।
আজ বিধানসভায় রাজ্যপালের ভাষণ দিয়ে রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে।