অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি মেরে ফেলতে চায় : মনীশ শিশদিয়া - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি মেরে ফেলতে চায় : মনীশ শিশদিয়া

Share This

অরবিন্দ কেজরিওয়ালকে বিজেপি মেরে ফেলতে চায় : মনীশ শিশদিয়া
মনীশ শিশদিয়া


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 30/03/2022 :  দিল্লীর উপ মুখ্যমন্ত্রী তথা আপ নেতা মনীশ শিশদিয়া আজ দাবী করলেন যে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে মেরে ফেলতে চায়।

দ্য কাশ্মীর ফাইলস নিয়ে অরবিন্দ কেজরিওয়াল যে মন্তব্য করেছিলেন তার প্রতিবাদে বিজেপি কর্মী সমর্থকরা অরবিন্দ কেজরিওয়ালের দিল্লীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিল। সেখানে নিরাপত্তার জন্যে যে ব্যারিকেড রাখা থাকে তা উল্টে পাল্টে দেয় বিজেপি সমর্থকেরা। 

অরবিন্দ কেজরিওয়াল 

দিল্লীর উপমুখ্যমন্ত্রী মনীশ শিশদিয়া বলেন, "ভোটের বাক্সে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে কখনই হারাতে পারে না। তাই অরবিন্দর ওপর বিজেপির খুব রাগ, সেই কারনেই ওরা মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে আক্রমণ কড়কড় চেস্টা করেছে। আসলে বিজেপি অরবিন্দ কেজরিওয়ালকে ভোটে হারাতে না পেরে মেরে ফেলতে চায়।"

দিল্লীর পর বিধানসভা নির্বাচনে জিতে পাঞ্জাবে সরকার গড়েছে আম আদমি পার্টি। এরপর গুজরাট এবং পশ্চিমবঙ্গেও সংগঠনকে শক্তিশালী করার লক্ষে এগিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। এবার গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেও অংশ নিটে চলেছে আম আদমি পার্টি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages