![]() |
দার্জিলিংয়ে মহাকাল মন্দিরে পূজো দিচ্ছেন মমতা |
আজ খবর (বাংলা), দার্জিলিং, পশ্চিমবঙ্গ, 30/03/2022 : রামপুরহাটের বগটুই কান্ড নিয়ে বিজেপির রিপোর্টের কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাঁচ দিনের সফরে দার্জিলিং গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেখানেই বিজেপির রিপোর্ট নিয়ে কড়া সমালোচনা করেন তিনি।
আজ বেলা 12টার সময় রাজ্যের বিজেপি সাংসদেরা বিজেপি সভাপতি জে পি নড্ডার সাথে বিশেষ বৈঠক করেন। ঐ বৈঠকে রাজ্য সভাপতি রামপুরহাটের বগটুই কাণ্ডের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তুলে দেন সভাপতির হাতে এবং অনুরোধ করেন এই ঘটনায় কেন্দ্র সরকার যেন অবিলম্বে ব্যাবস্থা গ্রহণ করে।
এই বিষয়টির ব্যাপারেই আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, "বিজেপির এই রিপোর্ট রামপুরহাটের তদন্তকে প্রভাবিত করতে পারে। কেননা সেখানে সিবিআই এর মত একটি কেন্দ্রীয় এজেন্সি তদন্ত চালাচ্ছে। ওরা আমাদের জেলা সভাপতিকে যে কোনো উপায়ে গ্রেপ্তার করতে চায়।"
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন, "যেখানে একজন জেলা সভাপতি পুলিশকে নির্দেশ দেয়, যেখানে এতজন মানুষকে প্রাণ হারতে হয়, সেখানে বিরোধী দল বসে থাকতে পারে না। এখানে শাসকের শাসন চলছে। সংবিধানের শাসন চলছে না। তাই কেন্দ্র সরকারের উচিত ব্যাবস্থা গ্রহণ করা।"