আজ খবর (বাংলা) চাঁচোল, মালদহ, পশ্চিমবঙ্গ, 25/03/2022 (10 চৈত্র) : পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে চাঙ্গা করতে কংগ্রেসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হল।
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর দলকে শক্তিশালী ও দলীয় কর্মীদের মনোবলকে চাঙ্গা করতে এক কর্মীসভার আয়োজন করল জাতীয় কংগ্রেস।বৃহস্পতিবার বিকেলে মালদহের চাঁচলের দারিয়াপুর হাইস্কুল মাঠে এই কর্মীসভার আয়োজন করা হয়।
মতিহার পুর জাতীয় কংগ্রেসের অঞ্চল সভাপতি কামাল উদ্দিনের নেতৃত্বে এই কর্মীসভার আয়োজন করা হয়। পাশাপাশি দলীয় কার্যালয়ের দ্বার উদঘাটন করা হয়। কর্মী সভায় উপস্থিত হন প্রায় দুই শতাধিক কংগ্রেসের কর্মী এবং সমর্থক।
এদিন ওই সাংগঠনিক সভা ও দলীয় কার্যালয় উদ্বোধন উপস্থিত ছিলেন সুজাপুর, পুরাতন মালদহ, মানিকচক বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ইসা খান চৌধুরী, ভূপেন্দ্রনাথ হালদার ও মোস্তাকিন আলম।
প্রাক্তন বিধায়ক ইশা খান চৌধুরী বলেন, "সামনের বছর পঞ্চায়েত নির্বাচন। কর্মীদের মনোবল চাঙ্গা করতে এদিনের সভার আয়োজন করা হয়েছিল।"
একসময় কংগ্রেসের শক্তশালী গড় ছিল মালদা। বিধানসভা নির্বাচনের পর থেকে সেই গড়ে ভাঙ্গন শুরু হয়, ভাঙ্গন ধরায় তৃণমূল। একের পর এক কংগ্রেসের দখলে থাকা পঞ্চায়েত দখল করে রাজ্যের শাসক দল তৃণমূল। কার্যত তৃণমূল ঝড়ে ধরাশায়ী হতে শুরু করেছে মালদহের চাঁচোল, মালতিপুর সহ একাধিক কংগ্রেসের শক্ত দুর্গ। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি বুঝতে এবার আসরে নামলো জেলা কংগ্রেস। কংগ্রেসের অঞ্চল সভাপতির উদ্যোগে এক সংগঠনিক সভার আয়োজন করা হয়। দলীয় কর্মীদের মতামত ও নানান অভাব-অভিযোগ শুনেন অঞ্চল কংগ্রেস নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে সকল কর্মী ও সমর্থকদের ঝাঁপিয়ে পড়তে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয় দলের পক্ষ থেকে।