মতুয়াদের নাম গানে শান্তিপুর স্টেশন যেন মিলন ক্ষেত্র - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মতুয়াদের নাম গানে শান্তিপুর স্টেশন যেন মিলন ক্ষেত্র

Share This

মতুয়াদের নাম গানে শান্তিপুর স্টেশন যেন মিলন ক্ষেত্র


আজ খবর (বাংলা), শান্তিপুর, নদীয়া, পশ্চিমবঙ্গ 29/03/2022 : আজ মতুয়া সম্প্রদায়ের এক বিশেষ দিন মহা বারুণী স্নান । আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপামর মতুয়া ভক্তবৃন্দ বিভিন্ন জেলা থেকে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  

সেরকমই নদীয়া শান্তিপুর রেল স্টেশনে দেখা গেল প্রায় 30 থেকে 35 হাজার মতুয়া ভক্তবৃন্দ বিভিন্ন জায়গা থেকে এসে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা দিলেন । রীতিমতো বাজনা বাজিয়ে ঠাকুরের নাম করতে করতে স্টেশন চত্বর ভক্ত অনুরাগী করে তুললেন তাঁরা । 

আট থেকে আশি, মহিলা , শিশু সবাই ঠাকুরের নাম গান করতে করতে শান্তিপুর স্টেশনকে এক মিলন ক্ষেত্রে পরিণত করে তুললেন। শান্তিপুর রেল স্টেশনে সকাল থেকেই তাদের আনাগোনা চোখে পড়ার মতো ছিল, যত সময় এগোচ্ছে ততোই  ভক্তবৃন্দ দের উপস্থিতি বেড়েই চলেছে । রীতিমতো ট্রেনে উঠে বাজনা বাজাতে বাজাতে ঠাকুরনগরের উদ্দেশ্যে রওনা হতে দেখা গেল তাঁদের। 


তবে আজ স্টেশন চত্বরে এই জনসমাগম কেন্দ্র করে রেল পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো । যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তৎপর ছিল রেল পুলিশ । শান্তিপুর স্টেশনের এক নম্বর এবং দুই নম্বর প্লাটফর্ম জুড়ে মতুয়া ভক্তবৃন্দ দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় । বছরে একটি দিন হরিচাঁদ গুরুচাঁদ এর বাড়ি অর্থাৎ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে তারা গিয়ে নাম গানে ব্রতী হন।

রিপোর্ট: কৌসর আলি

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages