আসামের বেশ কিছু জায়গা থেকে উঠতে চলেছে আপসফা আইন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আসামের বেশ কিছু জায়গা থেকে উঠতে চলেছে আপসফা আইন

Share This

আসামের বেশ কিছু জায়গা থেকে উঠতে চলেছে আপসফা আইন


আজ খবর (বাংলা), গুয়াহাটি, আসাম, 31/03/2022 (16 চৈত্র) : কয়েক দশক পর আসাম থেকে উঠে যেতে চলেছে বিশেষ আপসফা আইন। যে আইন তুলে দেওয়ার জন্যে দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির বেশ কিছু সংগঠন এমনকি ব্যক্তিগতভাবেও আন্দোলন চালানো হচ্ছিল। আসাম থেকে এই আইন তুলে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করার জন্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্র সরকারকে।

আজ কেন্দ্র সরকার ঘোষনা করেছে আসামে উপদ্রুত এলাকার মানচিত্র কমিয়ে দেওয়া হবে। যেহেতু এই জায়গাগুলিতে আইন শৃংখলার উন্নতি হয়েছে। আসামের 60 % এলাকা থেকে আপসফা আইন আপাতত তুলে নেওয়া হবে। আগামীকাল থেকে আসামের 23টি জেলা থেকে তুলে নেওয়া হচ্ছে আপসফা আইন। 

1990 সালে উত্তর পূর্ব ভারতের জেলাগুলিতে প্রয়োগ করা হয়েছিল বিশেষ আপসফা আইন। পরবর্তীকালে অনেকেই এই আইন তুলে নেওয়ার জন্যে বহু আন্দোলন করেছেন। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নাম হল শর্মিলা চানু, যিনি এই আইন তুলে নেওয়ার দাবীর দীর্ঘকাল অনশন করেছেন। আপাতত আইন শৃংখলার উন্নতি হওয়ার জন্যে আসাম, নাগাল্যান্ড ও মনিপুর রাজ্যের বেশ কিছু জায়গা থেকে তুলে নেওয়া হচ্ছে এই আপসফা আইন। নরেন্দ্র মোদী উত্তর পূর্ব ভারতকে উন্নয়নের নয়া দিশা দেখাতে চাইছেন। তারই অংশ হিসেবে আপাতত এই আইন বেশ কিছু জায়গা থেকে তুলে নেওয়া হচ্ছে। এই জন্যেই আজ প্রধাব্মন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages