কাশ্মীরে সিভিলিয়ানকে গুলি করল জঙ্গীরা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাশ্মীরে সিভিলিয়ানকে গুলি করল জঙ্গীরা

Share This

কাশ্মীরে সিভিলিয়ানকে গুলি করল জঙ্গীরা


আজ খবর (বাংলা), বদগাঁও, জম্মু ও কাশ্মীর, ভারত, 21/03/2022 (6 চৈত্র) : জম্মু ও কাশ্মীরে এনকাউনটার চলার সময় আজ এক সিভিলিয়ানকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিল জঙ্গীরা। 

গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের বদগাঁও জেলার গোটপোরা নামে একটি জায়গায় অভিযান চালাতে যায় নিরাপত্তা বাহিনী। সেখানেই জঙ্গীদের সাথে গুলির লড়াই শুরু হয়ে যায়। 

এনকাউনটার চলার সময় বাড়ি থেকে বেরিয়ে আসেন ঐ  ব্যক্তি। কিন্তু তা সত্বেও জঙ্গীরা গুলি থামায় নি। বরং এনকাউনটারে সুবিধা পেতে ঐ নিরীহ নাগরিককে লক্ষ্য করেই গুলি চালিয়ে দেয়।


গুলি খেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তাজ্মুল মহিউদ্দিন রাথের নামের ঐ ব্যক্তি। দ্রুত তাঁকে কভার ফায়ার করে উদ্ধার করে নিয়ে আসেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত ঐ ব্যক্তিকে পাঠানো হয় পুলওয়ামা জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। বদগাঁও এ ঘটনাস্থল কর্ডন করে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গীদের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages