বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পারে লাহিড়ী |
আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৩/২০২২ : চোখের জলে আজ সুরকার, গায়ক তথা বঙ্গ সন্তান বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন করা হল কলকাতার আউট্রাম ঘাটের গঙ্গায়।
আজ আউট্রাম ঘাটে বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন হলো। বাবা অপরেশ লাহিড়ীর মতই বাপ্পি লাহিড়ীর অস্থিও বিসর্জন দেওয়া হলো গঙ্গায়। ১৯৯৮ সালে বাপ্পি লাহিড়ীর বাবা অপরেশ লাহিড়ী ও মা বাঁশরী লাহিড়ীর অস্থিও বিসর্জন দেওয়া হয়েছিল কলকাতার গঙ্গায়। তাই বাপ্পি লাহিড়ীরও একটা ইচ্ছা ছিল যাতে তাঁর অস্থিও কলকাতার গঙ্গায় বিসর্জন দেওয়া হয়; তাঁর এই শেষ ইহ্ছার পূর্ণ মর্যাদা রাখতেই আজ মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছিল লাহিড়ী পরিবার।
গঙ্গার জলে বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন |
কলকাতার আউট্রাম ঘাটে বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন হলো আজ। এর আগেই অবশ্য শেষকৃত্য হয়ে গেছিল মুম্বইতে। আজ কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছান বাপ্পি লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী, স্ত্রী চিত্রা লাহিড়ী সহ লাহিড়ী পরিবারের আরো কয়েকজন সদস্য। উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু। বিমানবন্দর থেকে সরাসরি গঙ্গার ঘাটে পৌঁছান তাঁরা। লঞ্চে করে মাঝ গঙ্গায় গিয়ে বাপ্পি লাহিড়ীর অস্থি বিসর্জন দেওয়া হয়। বাপ্পি লাহিড়ীর পরিবার আরও একটি দিন কলকাতায় কাটিয়ে আগামী পরশুদিন মুম্বইয়ে ফিরে যাবেন বলে জানিয়েছেন।
রিপোর্ট : জয় গুহ
আরও পড়ুন :
মমতাকে ঘিরে কালো পতাকা, স্লোগান বারাণসীতে
বিজেপি প্রার্থীকে আক্রমন, মমতাকে চিঠি অনির্বাণের
ভবানীপুর হত্যাকাণ্ডের কিনারা করল লালবাজার