আজ খবর (বাংলা), রামপুরহাট, বীরভূম, পশ্চিমবঙ্গ, 24/03/2022 (9 চৈত্র) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রামপুরহাটের বগডুবি গ্রামে গিয়ে নিহতদের পরিজনদের পাশে থাকার বার্তা দিয়ে এলেন। রাজ্যের প্রশাসনিক দিক থেকে সব রকম পদক্ষেপ নিলেন, তবু বগডুবির ক্ষতে প্রলেপ পড়ল কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।
আজ কলকাতা থেকে আকাশপথে বীরভূম জেলার রামপুরহাটের বগডুবি গ্রামে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পুলিশ কর্তা ও গ্রামবাসী উভয়ের সঙ্গেই কথা বলেন তিনি।
ভয়ংকর এই ঘটনাকে তিনি অত্যন্ত নিন্দনীয় আখ্যা দেন। তিনি মনে করিয়ে দেন রাজ্য সরকার সব রকম কঠোর ব্যাবস্থা গ্রহণ করবে। কাউকে রেয়াত করা হবে না। সেই সঙ্গে ভাদু শেখ ঘনিষ্ঠ আমানুল শেখকে অবিলম্বে গ্রেপ্তার করার নির্দেশ দেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "এতটা নৃশংসতা ভাবতে পারি নি। এখানে আগেও খুন হয়েছে। পুলিশকে যারা কাজে লাগায় নি, তাদেরকেও শাস্তি পেতে হবে। এখানে সঙ্গে সঙ্গে পুলিশ পিকেট দেওয়া উচিত ছিল। যাদের হাসপাতালে চিকিৎসা চলছে তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। তাঁরা দ্রুত সেরে উঠুন। আমি কলকাতা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাব।"
মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর নির্দেশ পেয়েই আমানুল শেখের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। বাড়ির মহিলাদের বাইরে বের করে এনে টানা 40 মিনিট ধরে সেই বাড়িতে তল্লাশিও চালানো হয়। কিন্তু আমানুল শেখকে পাওয়া যায় নি। অর্থাৎ সে পলাতক। অথচ গত পরশুও সে বিভিন্ন টিভি চ্যানেলে বক্তব্য রেখেছে।
বগডুবি গ্রামে নিহতদের পরিবারপিছু 5 লক্ষ টাকা ক্ষতিপুরণ দেওয়ার কথা ঘোষনা করেন মমতা। এছাড়াও সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।