আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 22/03/2022 (7 চৈত্র) : মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরের সমস্ত শূন্য পদ পুরণ করার জন্যে দ্রুত ব্যাবস্থা নেওয়া হতে চলেছে।
দীর্ঘদিন ধরেই রাজ্যের শিক্ষা দপ্তরের বিভিন্ন পদ শূন্য হয়ে পড়ে রয়েছে। বিভিন্ন কারনেই এই পদগুলিতে নিয়োগ করা হয় নি। যদিও এই পদগুলিতে দ্রুত নিয়োগের দাবী তোলা হচ্ছিল । এবার অবশ্য এই বিষয়ে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের বিভিন্ন শূন্য পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সেরে ফেলা হবে। আজ এই খবর জানিয়েছেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষার সাথে শিক্ষণ অনেক গুরুত্বপূর্ণ। তাই দ্রুত নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলা হলেও খুব বেশি তাড়াহুড়ো করা হবে না। কেননা তাতে শিক্ষনের গুনগত মান ব্যাহত হতে পারে। গুনগত মান যাতে বজায় থাকে তার জন্যে সবরকম সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেলার মেধাবীদের বাড়ির সামনে বা জেলায় নিয়োগের জন্যে পোর্টালের ব্যাবস্থা করা হচ্ছে। আজ বিধানসভায় এই কথা জানিয়েছেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।