বারাণসীর দশাশ্বমেধ ঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় |
আজ খবর (বাংলা), বারাণসী, উত্তরপ্রদেশ, ০৩/০৩/২০২২ : উত্তরপ্রদেশের বারাণসীতে গিয়ে কালো পতাকার মুখে পড়লেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে ঘিরে বিজেপি সমর্থকেরা মুহুর্মুহু 'জয় শ্রী রাম' স্লোগান দিতে থাকেন।
গতকালই সমাজবাদী পার্টি ও তাদের সহযোগী দলগুলির সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন উত্তরপ্রদেশের বারাণসীতে। গতকাল সন্ধ্যেবেলায় বিমানবন্দর থেকে তিনি সরাসরি বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে পৌঁছে গিয়েছিলেন। এই সময় তাঁর গাড়ির কনভয়কে বার বার দাঁড়িয়ে পড়তে হয়। গোটা রাস্তাতেই বিজেপি সমর্থকেরা মমতাকে কালো পতাকা দেখাতে থাকেন। সঙ্গে ছিল জয় শ্রী রাম স্লোগান। বিজেপি সমর্থকদের ভীড় হঠাতে পুলিশকে বার বার হস্তক্ষেপ করতে হয়েছে।
এক সময় গাড়ি থেকে নেমেও পড়েছিলেন মমতা |
দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে পৌঁছে মমতা গঙ্গা ঘাটের সিঁড়িতে বসে পড়েন। গঙ্গার ঘাটেও তাঁকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি সমর্থকেরা। মমতাকে সিঁড়ি থেকে উঠে চেয়ারে বসতে বলা হলে তিনি সিঁড়িতেই বসে থাকেন এবং গঙ্গা আরতি দেখতে থাকেন। এই ঘটনা যথেষ্ট বিব্রত করে তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনাকে কেন্দ্র করে একটা সময় সমাজবাদী পার্টি এবং বিজেপি সমর্থকদের মধ্যে খানিকটা হাতাহাতি হতেও দেখা গিয়েছে, যদিও পুরো বিষয়টি সময় থাকতে সামলে নিয়েছে উত্তরপ্রদেশের পুলিশ। মমতার বিরুদ্ধে কালো পতাকা প্রদর্শন এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়াগায় বিক্ষোভ দেখাবেন তৃণমূল কংগ্রেসের সমর্থক ও কর্মীরা, বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা কেশব প্রসাদ মৌর্য বলেন, "কেউ অপছন্দ করতেই পারেন, কিন্তু জয় শ্রী রাম ধ্বনি তো আর তার জন্যে থেমে যাবে না ! কাশীতে মানুষ 'হর হর মহাদেব' স্লোগান দেবেই, মথুরাতে 'রাধে রাধে' এবং বৃন্দাবনে 'জয় শ্রী কৃষ্ণ' স্লোগান তো দেবেই সাধারণ মানুষ ! অখিলেশ যাদবরা উত্তরপ্রদেশকে পশ্চিমবঙ্গ বানাতে চাইছেন, তাঁর সেই স্বপ্ন পূরণ হবেনা, উত্তরপ্রদেশের চতুর্দিকেই পদ্মফুল ফুটবে।"
প্রসঙ্গত উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশের বারাণসীতে প্রচার চালাবেন, তবে আজ উত্তরপ্রদেশের অন্যান্য জায়গায় চলছে ষষ্ঠ দফার ভোট। আজ সকাল সাতটা থেকে শুরু হয়ে গিয়েছে নির্বাচন, চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত। উত্তরপ্রদেশের ১০টি জেলায় ৫৭টি আসনে নির্বাচন রয়েছে। সপ্তম দফায় ভোট গ্রহণ করা হবে গোরক্ষপুর, আম্বেডকরনগর, বালিয়া, বলরামপুর, বস্তি, দেওরিয়া এবং কুশীনগর জেলাগুলিতে। সপ্তম দফার ভোটগ্রহণ করা হবে আগামী ৭ তারিখে, এবং ফল প্রকাশ করা হবে মার্চ মাসের ১০ তারিখে।
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা
আরও পড়ুন : বিজেপি প্রার্থীকে আক্রমন, মমতাকে চিঠি অনির্বাণের
ভবানীপুর হত্যাকাণ্ডের কিনারা করল লালবাজার
আজ খবর-এর সংবাদগুলি নিয়মিত পেতে ফেসবুক গ্রূপের সদস্য হোন, এই লিঙ্কে চাপ দিন - https://www.facebook.com/groups/2100307486779556/?ref=share_group_link
আজ খবর ফেসবুক গ্রূপে আপনি স্বাগত