আমি কথা দিলাম এর শুভ মহরৎ হয়ে গেল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


আমি কথা দিলাম এর শুভ মহরৎ হয়ে গেল

Share This

আমি কথা দিলাম এর শুভ মহরৎ হয়ে গেল


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ 25/03/2022 (10 চৈত্র) : শুভ মহরৎ হয়ে গেলো MAGIC MAN ENTERTAINMENT এর নিবেদনায় অভিজিৎ সিনহার প্রোযোজনায় প্রেম ভালোবাসার গল্প অবলম্বনে 'আমি কথা দিলাম'।

 নিজস্ব সংবাদদাতা কলকাতা:- করোনা আবহে চলচ্চিত্র জগতের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, পুনরায় চলচ্চিত্র জগতের গতি আনতে MAGIC MAN ENTERTAINMENT এর নব প্রয়াস।আজ শুভ মহরৎ হয়ে গেলো  MAGIC MAN ENTERTAINMENT এর নিবেদনায় অভিজিৎ সিনহার প্রোযোজনায় সামাজিক সামাজিক ও পারিবারিক রোমাঞ্চকর বাংলা ছবি" আমি কথা দিলাম " ।


এ সিনেমার পরিচালনায় বাংলা ও ভোজপুরী চলচ্চিত্র জগতের খ্যাতনামা পরিচালক সুবীর মন্ডল ও পরিচালক দেবব্রত সেন । উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অভিনেতা রনি , জয় ব্যানার্জি , অভিনেত্রী রিম ও সমীর দাস অন্যান্য কলাকৌশলী । এই সিনেমায় অভিনয় করছেন দেবাশীষ গাঙ্গুলী, সুপ্রিয় দত্ত , বিশ্বজিৎ চক্রবর্তী, সান্তনা বসু বাংলার  সিনেমা প্রেমিক দর্শকদের কাছে নতুন ধরনের সামাজিক , পারিবারিক ও ভালোবাসার সিনেমা এই বছরে মুক্তি পাওয়ার অপেক্ষায়।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages