ওলিজা |
আজ খবর (বাংলা), ত্রাল, জম্মু ও কাশ্মীর, ভারত, 05/03/2022 : উইক্রেনের মেয়ে তথা কাশ্মীরের বধু ওলিজা কাতর আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যাতে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে ভারত সক্রিয় ভুমিকা গ্রহণ করে।
ওলিজা ইউক্রেনের মেয়ে, সে বিয়ে করেছে এক কাশ্মিরী যুবককে। বর্তমানে এই ইউক্রেনিয় কন্যা থাকেন জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে। ওলিজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্জি জানাচ্ছেন, অবিলম্বে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে ভারত তৎপর হয়ে উঠুক। যুদ্ধ এখনই থেমে যাক।
ওলিজা বলছেন, "আমার মন ভেঙ্গে যাচ্ছে। আমার পরিবারও রয়েছে ইউক্রেনে। আমি শ্রী নরেন্দ্র মোদী এবং ভারত সরকারের কাছে আবেদন করছি, আপনারা কিছু একটা করুন। যেভাবে হোক রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই যুদ্ধ থামিয়ে দিন। ইউক্রেনের মানুষ শান্তি চায়, যুদ্ধ চায় না।"
ওলিজা আরও বলেছেন, "ইউক্রেন শান্তিপ্রিয় দেশ। এই মুহুর্তে আমার দেশ গণতন্ত্র এবং শান্তির জন্যেই লড়াই করছে। আমার দেশ স্বাধীনতা ভালবাসে, আমার দেশের মানুষ কখনই চাইবে না রাশিয়ানরা এসে আমাদের ঘরে ঢুকে বসবাস করতে থাকুক।"
ওলিজার এই আবেদনে ভারত কবে সাড়া দেয় বা আদৌ সাড়া দেয় কিনা সেটা আগামী সময়েই বোঝা যাবে। তবে ভারত এই মুহুর্তে যুদ্ধ বিদ্ধস্ত ইউক্রেন থেকে প্রবাসী ভারতীয়দেরকে উদ্ধার করতেই বেশি ব্যস্ত। যদিও গোটা বিষয়টির ওপর নজর রেখে চলছে ভারত। একদিকে রাশিয়া অন্যদিকে ইউক্রেন, দুই দেশের সঙ্গেই ভাল সম্পর্ক ভারতের। তাই ভারত ভবিষ্যতে মধ্যস্থতা করতে এগিয়ে যায় কিনা সেটা আগামী দিনেই পরিস্কার হয়ে উঠতে পারে।