এবার কি গান্ধী পরিবারকে বাদ দিয়েই এগোবে কংগ্রেস ? শুরু জল্পনার - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


এবার কি গান্ধী পরিবারকে বাদ দিয়েই এগোবে কংগ্রেস ? শুরু জল্পনার

Share This

এবার কি গান্ধী পরিবারকে বাদ দিয়েই এগোবে কংগ্রেস ? শুরু জল্পনার


আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 13/03/2022 : গান্ধী পরিবার কি এবার পদত্যাগ করতে চলেছে কংগ্রেস পার্টি থেকে ? এই রকম একটা জল্পনা উড়ে বেড়াচ্ছে দিল্লীর রাজপথে। 

সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনে বেশ খারাপ ফল করেছে কংগ্রেস। মাঝখান থেকে কংগ্রেসের হাতছাড়া হয়েছে পাঞ্জাব রাজ্যটিও। পাঁচ রাজ্যে উল্লেখযোগ্যভাবে কম ভোট পেয়েছে কংগ্রেস। কংগ্রেসের এই অবস্থাকে নিয়ে বিরোধীরাও কটাক্ষ করতে ছাড়ে নি। কংগ্রেস নেতৃত্বকে অযোগ্য বলছেন অনেকে। শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলের নেতৃত্বে একটি পরিবারকে নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

এই পরিস্থিতিতে হারের দায় মাথায় নিয়েই কংগ্রেসের শীর্ষ পদগুলি থেকে পদত্যাগ করতে পারেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বধ্ড়া।  অন্তত এই তিন জন পদত্যাগ করার জন্য প্রস্তাব দেবেন বলে গোপন সুত্রে খবর পাওয়া যাচ্ছে। সেই প্রস্তাব গৃহীত হবে কি হবে না সেটা পরের ব্যাপার।

আজ বিকেল 4টের সময় কংগ্রেস ওয়ার্কিং কমিটি একটি শীর্ষ স্থানীয় বৈঠকে বসতে চলেছে। খুব সম্ভবত সেই বৈঠকেই গান্ধী পরিবার শীর্ষ স্থানীয় পদগুলি থেকে পদত্যাগ করার প্রস্তাব দিতে পারেন। তা যদি হয়, তাহলে নতুন কোন কোন নেতা শীর্ষস্থানীয় পদগুলিতে কাজ করবেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। কংগ্রেসের অভ্যন্তরে এমন কিছু অভিজ্ঞ ও বড় নেতা রয়েছেন, যাঁরা রাজীব গান্ধীর সাথেও কাজ করেছেন। কংগ্রেস অবশ্য এই বিষয়গুলি নিয়ে কথা বলতে প্রস্তুত নয়। অনেকেই মুখে কুলুপ এঁটেছেন। সে ক্ষেত্রে এই বৈঠক শেষ হলেই বিষয়গুলি পরিস্কার হবে। তবে এটা পরিস্কার যে সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির খেসারত হিসেবে কংগ্রেসের অন্দরে বড় কিছু একটা ঘটতে চলেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages