আজ খবর (বাংলা), নিউটাউন, কলকাতা, পশ্চিমবঙ্গ, 01/03/2022 : শিবরাত্রির দিনে নিউটাউন হাজরা কালী বাড়ি মন্দিরে শিব পার্বতীর পুজো দিলেন দিলীপ ঘোষ।
নিউটাউন হাজরা কালী বাড়ি মন্দিরে শিব পার্বতীর পুজো দিয়ে শিবের মাথায় জল ঢাললেন দিলীপ ঘোষ। আজই তিনি বিদেশ ভ্রমণে বেরোচ্ছেন।
দিলীপ ঘোষ বললেন, সমস্ত মন্দিরে পুজো হচ্ছে। আমাদের এখানে কাছেই হাজরা কালী তলাতে সেখানে শিব পার্বতীর মূর্তি আছে। এখানে বহু লোক এসেছেন পুজো দিতে অভিষেক করছেন। আমিও পুজো দিলাম অভিষেক করলাম।দেশের কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা করলাম। আজকে আমি বিদেশ যাত্রা করছি। এখান থেকে দিল্লি হয়ে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাবো রাষ্ট্রপতির সঙ্গে, যাতে সফল হয়ে ফিরি আর রাষ্ট্রপতির সফর যাতে সফল হয় সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি।
তারা ঠিকঠাক ফিরে আসবেন, চার জন এমপি যাচ্ছেন।কয়েকদিন আগে থেকে সরকার বিমান পাঠাচ্ছেন তারা ফিরতে আরম্ভ করেছেন। কোনো ভারতীয়র কোনো ক্ষতি হয়নি। তারা ইউক্রেন থেকে বেরিয়ে আশেপাশের কোনো দেশ যাচ্ছেন। ওখান থেকে বিমানে করে নিয়ে আসছে।
রিপোর্ট : জয় গুহ