দ্বিতীয়বারের জন্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দ্বিতীয়বারের জন্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ

Share This

দ্বিতীয়বারের জন্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ


আজ খবর (বাংলা), লখ্নৌ, উত্তরপ্রদেশ, 25/03/2022 (10 চৈত্র) :  আজ দ্বিতীয়বারের জন্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন যোগী আদিত্যনাথ।

চলতি মাসের 10 তারিখেই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হয়েছিল। বিশাল ব্যবধানে উত্তরপ্রদেশে যেমন জিতেছিল পদ্ম শিবির তেমন বড় ব্যবধানে জয়লাভ করেছিলেন যোগী আদিত্যনাথও। জয়লাভের প্রায় 15 দিন পর আজ উত্তর প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন যোগী আদিত্যনাথ। তাঁকে শপথ বাক্য পাঠ করিয়েছেন উত্তর প্রদেশের রাজ্যপাল ।


আজ যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে বাজপেয়ি স্টেডিয়াম ছিল কানায় কানায় পুর্ণ। বিশেষ অতিথি হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তবে যোগী আদিত্যনাথ নিজে ফোন করে অনুরোধ জানালেও আজকের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির থাকেন নি মায়াবতী, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব বা বিরোধী দলের অন্য্ কোনো নেতাদের। যোগী আদিত্যনাথের পর শপথ গ্রহণ করেন দুই উপ মুখ্যমন্ত্রী ও অন্যান্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠানের পরেই আজ যোগী মন্ত্রীসভার প্রথম বৈঠক রয়েছে বলে জানা গিয়েছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages