আজ খবর (বাংলা), ভাগলপুর, বিহার, ০৪/০৩/২০২২ : গতকাল গভীর রাতে বিস্ফোরণে কেঁপে উঠল ভাগলপুরের একটি গ্রাম। বিস্ফোরণে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাত জনের, তার মধ্যে রয়েছে একটি শিশুও। আহত হয়েছেন বেশ কয়েকজন মানুষ।
ভাগলপুরের জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে, যে বাড়িটিতে বিস্ফোরণের ঘটনা ঘটনা ঘটেছে, সেই বাড়িতে একটি পরিবার থাকত। এই বাড়িটিতে সম্ভবত বাজি তৈরি করা হত এবং প্রচুর পরিমাণে বারুদ ও মশলা মজুত করা হয়েছিল। সেই বারুদে কোনোভাবে আগুন লেগে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে গিয়ে থাকতে পারে। পুলিশ তদন্ত শুরু করেছে।"
এখানেই ঘটে বিস্ফোরণ |
বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ভাগলপুরের কাজভালিচক এলাকার এতিমখানার কাছে একটি বাড়িতে। গতকাল রাত্রি সাড়ে এগারোটার সময় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণের অভিঘাত এত বেশি ছিল যে, ঐ বাড়িটি সম্পূর্ণ ধ্বংস্তুপে পরিণত হয়ে গিয়েছে। বাড়ির ছাদ তো বটেই দেওয়ালগুলোও ভেঙে পড়ে গিয়েছে। আশেপাশের বাড়িগুলিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের জোরালো আওয়াজ শোনা গিয়েছে কয়েক কিলোমিটার দূর থেকেও।
বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে রয়েছে একটি শিশুও। ঐ সাত জন বিস্ফোরণ ঘটে যাওয়া বাড়িটিতেই থাকত বলে মনে করা হচ্ছে। আশেপাশের বাড়ির বাসিন্দারাও গুরুতরভাবে আহত হয়েছেন। তাই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। গোটা ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। উদ্ধারকার্য চালানো হচ্ছে এখনও।
আজ খবর, আপডেট : সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, তাতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১, (আগে ছিল ৭) ; আহতদের মধ্যে এখনও পর্যন্ত ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।
আজ খবর, আপডেট : কিছুক্ষণ আগেও ভাগলপুর বিস্ফোরণ কাণ্ডে মৃতের সংখ্যা ১১ বলে জানানো হয়েছিল, তবে বলা হয়েছিল মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এই ঘটনায় এর মধ্যেই আরও তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে এই ঘটনায় মোট মৃতের সংখ্যা ১৪ বলে জানানো হয়েছে বিহার পুলিশের তরফ থেকে।