আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 29/03/2022 : ভবানীপুরের পর এবার পার্কস্ট্রিট থানায় বিক্ষোভ দেখালো ট্রান্সজেন্ডাররা।
গত কয়েকদিন আগে ভবানীপুরে রাস্তায় নেমে ট্রান্সজেন্ডাররা বিক্ষোভ দেখাতে শুরু করেছিল। কেননা, কিছু অসাধু ট্রান্সজেন্ডার বাংলাদেশ থেকে এসে তাদের এলাকায় ঢুকে তাদের কাজে বাধা দিচ্ছে এবং রাতের অন্ধকারে এসে তাদেরকে হুমকি দিচ্ছে এবং মারধর করছে।
গতকাল রাতে পর্ণশ্রীতে এই এলাকার কিছু ট্রান্সজেন্ডারদের ওই অসাধু ট্রান্সজেন্ডাররা মারধর করে এবং হুমকি দিয়ে বলে তারা যেন এইসব এলাকাগুলিতে কাজ না করে। এর পাশাপাশি তারা পার্কস্ট্রিট এলাকাতেও ট্রান্সজেন্ডারদের উপর হুমকি দেয় এবং চড়াও হয়।
প্রতিনিয়ত তাদের এলাকায় কাজে বাধা দিয়ে যাচ্ছে এইসব অসাধু ট্রান্সজেন্ডাররা। তাই এইসব এলাকার ট্রান্সজেন্ডাররা একত্রিত হয়ে আজ পার্কস্ট্রিট থানায় অভিযোগ জানায়।
এর আগেও প্রশাসনকে তারা জানিয়ে কোনও ফল পায়নি। তাই তারা আজ পার্কস্ট্রিট থানার সামনে বিক্ষোভ দেখায়। তারা আরো জানায় যে, প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে তারা সবাই মিলে বৃহত্তর আন্দোলনে নামবে।
রিপোর্ট : জয় গুহ