রাজ্যের সব পুরসভার রঙ 'সবুজ' - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাজ্যের সব পুরসভার রঙ 'সবুজ'

Share This

রাজ্যের সব পুরসভার রঙ 'সবুজ'


আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 02/03/2022 :  আজ রাজ্যে পুরভোটের গণনা চলছে। এখনও পর্যন্ত 108টি পুরসভার মধ্যে 43টিতেই এগিয়ে রয়েছে বা জিতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। বিরোধী দল অর্থাৎ বিজেপি, কংগ্রেস এবং বামেদের ঝুলি এখনও পর্যন্ত শূন্য।

কালিয়াগঞ্জ পুরসভায় 17তি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন। 6টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন এবং একটি ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী হয়েছেন। 

উত্তরবঙ্গের ময়নাগুড়িতে মোট 17টি ওয়ার্ডের মধ্যে 16টি ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। একটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী (12 নম্বর ওয়ার্ড) তুহীন কান্তি চৌধুরী। 

মালবাজার পুরসভায় 15 টি ওয়ার্ডের মধ্যে 14টি ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা এবং 1টি ওয়ার্ডে জিতেছেন বিজেপি প্রার্থী। 

দক্ষিন দমদম পুরসভায় 35টি ওয়ার্ডে গণনা এখনও চলছে। তবে এই পুরসভায় 11টি ওয়ার্ডে এগিয়ে আছে তৃণমূল। এখানে সিপিএম প্রার্থীরাও জোর টক্কর দিচ্ছেন। একটি ওয়ার্ডে এগিয়ে আছেন বিজেপি প্রার্থীও। ভাটপাড়া পুরসভাতেও সব ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ব্যারাকপুর পুরসভাতেও সব ওয়ার্ডে এগিয়ে রয়েছে ঘাস ফুল শিবির। সর্বোপরি রাজ্যের সব পুরসভা সবুজ হয়ে উঠেছে।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages