ট্যাংরায় বিধ্বংসী আগুন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ট্যাংরায় বিধ্বংসী আগুন

Share This

ট্যাংরায় বিধ্বংসী আগুন

আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 12/03/2022 :   আজ কলকাতার ট্যাংরা অঞ্চলে হঠাৎ করেই আগুন লেগে যায়। আগুন লাগে একটি গুদামে, তারপরই ছড়িয়ে পড়ে সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। 

ট্যাংরার মেহের আলি লেনের একটি চামড়ার গুদামে আজ হঠাৎ করেই ভয়াবহ আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ক্রমেই ছড়িয়ে পড়ে আশেপাশের জায়গাগুলিতে।ভয়ে আশেপাশের লোকেরা পালাতে শুরু করেন। তাঁদের বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারগুলি সরিয়ে নিয়ে যান ।

ঘটনাস্থলে দমকলের 7টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় । ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রনে আনতে দেরি হলেও কিছুটা নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগল তা এখনও জানা যায় নি। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। আশেপাশের বাসিন্দাদের নিরাপদ দুরত্বে নিযে যাওয়া হয়েছে।

যে গুদামে আগুন লেগেছে সেই বাড়িটি সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে গিয়েছে। গুদামের মধ্যে প্রচুর দাহ্য পদার্থ ছিল। আগুন তিনতলা ছাড়িয়ে গিয়েছে। ঘটনাস্থলে প্রচুর তাপ উত্পন্ন হয়েছে। গুদামের পাঁচিলে ফাটল ধরেছে, যে কোন মুহুর্তে গুদামের পাঁচিল ভেঙ্গে পড়তেও পারে। 

দমকল মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলেই রয়েছেন। তিনি বলেন, "খুব ঘিঞ্জি জায়গা হওয়ায় আগুন নিয়ন্ত্রনে আনতে দেরি হচ্ছে। জলের সোর্সও খুব কম। পাশের খাল থেকে জল আনার চেষ্টা চলছে। ঘটনাস্থলে 20টির বেশি দমকলের ইঞ্জিন পৌঁছে গিয়েছে। দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। এখনও পর্যন্ত চার পাঁচ জন দমকল কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। গোটা ঘটনার খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages