আজ খবর (বাংলা), আমতা, হাওড়া, পশ্চিমবঙ্গ, 31/03/2022 : আজ আনিশ খানের বাড়ীতে সিপিআই এম এল (লিবারেশন) পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
"আমি পিছিয়ে যাওয়ার মানুষ নই। বিচারের দাবীতে আমার লড়াই চলবে" বললেন আনিসের বাবা সালেম খান।
আজ আমতার সারদা খানপাড়া গ্রামে গিয়ে তার সাথে সাক্ষাত করে সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক কমরেড দীপঙ্কর ভট্টাচার্য বললেন, আমরা আপনার পাশে আছি। এই রাজ্য এমন কি সমগ্র দেশ জুড়ে আছি। সমগ্র দেশবাসী আনিসের হত্যার ন্যায় বিচারের দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
রহিত ভেমূলার মতো আনিশও আজ এক চর্চিত নাম। আর যেন কোন ছাত্র বা যুবক হত্যা না হয় সেটাই মানুষের দাবী। আনিশ হত্যার ঘটনায় পুলিশ যুক্ত। এ রাজ্যের সরকার নিজের পুলিশের বিচার করে শাস্তি দেবে এটা রাজ্যের মানুষ বিশ্বাস করে না। তদন্তের নামে ধামাচাপা দেওয়া,মুখ বন্ধ করে দেওয়ার রাজনীতি চলছে। আমরা চাই সুবিচারের রাজনীতি।
পঃ বাংলায় দুটো লড়াই আমাদের একই সাথে চালাতে হচ্ছে। তৃণমূলের সন্ত্রাসের বিরুদ্ধে,পাশাপাশি বিজেপি যাতে এ রাজ্যে জায়গা না পায় তাকে ঠেকাতে।" আজ পার্টির প্রতিনিধি দলে ছিলেন পার্টির পলিটব্যুরো নেতা কার্তিক পাল, রাজ্য সদস্য জয়তু দেশমুখ, দেবব্রত ভক্ত, ছাত্র নেতা নীলাশিস বসু, স্বর্ণেন্দু মিত্র, হাওড়ার দিলীপ দে, নবীন সামন্ত, তনয় খাঁড়া, তপন সেখ প্রমূখ।