আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 02/03/2022 : ভবানীপুর হত্যা কান্ডের কিনারা করে ফেললো কলকাতা পুলিশ। এই কাণ্ডে অভিযুক্ত দিল্লির বাসিন্দা 28 বছর বয়সী বিমল শর্মাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের একটি দল। মূলত আহমেদাবাদে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।
তাই আগামীকাল তাকে বিমানে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে এসে কোর্টে পেশ করা হবে। বুধবার সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত কুমার গয়াল। উল্লেখ্য গত পনেরোই ফেব্রুয়ারি ভবানীপুরের এলগিন রোডে একটি গেষ্ট হাউসে শান্তিলাল বৈদ্যকে খুন করে পালায় ওই ব্যক্তি। এরপর বিভিন্ন রাজ্যের বিভিন্ন নামে ডাকা দেবার চেষ্টা করে।
অন্যদিকে পোস্তার স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার গুপ্তা কে খুন করার অভিযোগে ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ আজ অঙ্কুশ নামের আরও একজনকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ। শহরের দুটি খুনের দ্রুত কিনারা করল কলকাতা পুলিশ। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা সহ অন্যান্যরা।
রিপোর্ট : সুব্রত রায়