আজ খবর (বাংলা), কলকাতা, পশ্চিমবঙ্গ, 02/03/2022 : ভারত সরকার যখন আগে থাকতেই রাশিয়া ও ইউক্রেনের সঙ্কটের বিষয়টা জানত, তাহলে সে দেশে থাকা ভারতীয়দের আরও আগে থেকে উদ্ধার করার ব্যব্স্থা করল না কেন ? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় আজ প্রশ্ন তুলে বলেছেন, "ইউক্রেনে ভারতীয় ছাত্রদের মধ্যে কেউ মারা যাচ্ছে, কেউ কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বাঙ্কারে আশ্রয় নিয়েছে। কেউ খাবার না পেয়ে বাইরে বের হচ্ছে আর গুলিতে প্রাণ দিচ্ছে। রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতের ওপর ভারতের বিদেশ মন্ত্রক অনেক আগে থেকেই নজর রেখেছিল। অনেক আগেই ভারত সরকার বুঝতে পারছিল কি হতে চলেছে। তাহলে আরও আগে কেন সেই দেশে থাকা ভারতীয়দের উদ্ধার করার কাজ শুরু করল না কেন্দ্র সরকার ?"
মমতা এদিন আরও বলেন, "এই মুহুর্তে আমি কেন্দ্র সরকারের সমালোচনা করছি না। বিশেষ করে বিদেশ মন্ত্রক যথেষ্ট ভাল কাজ করে। মিশন গঙ্গা অপারেশনের মাধ্যমে ইউক্রেন থেকে অনেককেই উদ্ধার করা হচ্ছে। কিন্তু অনেক সময় কি হয়, অন্যান্য দেশের সাথে ঠিক সময় যোগাযোগ করা যায় না। রাজনৈতিক কারণেও নানাভাবে ঢিলেমি আসে। তার খেসারতও দিতে হয় অনেক সময়। তবে আমরা সবাই এক, এই ব্যাপারে আমি কেন্দ্র সরকারের পাশে আছি। প্রবাসী ভারতীয়রা নিরাপদে দেশে ফিরে আসুক।"
যুদ্ধ বিদ্ধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ভারতীয় বায়ু সেনা এবার সি17 বায়ুসেনার এয়ারক্রাফ্ট ব্যবহার করে আরও বেশি সংখ্যক মানুষকে দেশে ফিরিয়ে আনবে।