![]() |
হিমন্ত বিশ্বশর্মা |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ভারত, 26/03/2022 (11 চৈত্র) : কাশ্মীর ফাইলস ছবিটি নিয়ে বিতর্ক যেন আর থামতে চাইছেই না। কাশ্মীর ফাইলস নিয়ে দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যকে এবার কড়া ভাষায় কটাক্ষ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব্শর্মা।
কাশ্মীর ফাইলস নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, "কাশ্মিরী পন্ডিতদের বিষাদময় কিছু ঘটনা নিয়ে ছবি নির্মান করে কিছু লোক কোটি কোটি টাকা রোজগার করছে। আর বিজেপি সেই ছবিকে প্রামোট করছে। বিজেপি যদি চায় এই ছবি দেশের সব মানুষ দেখুক, তাহলে এই ছবি ইউ টিউবে রিলিজ করে দেওয়া উচিত। যাতে সবাই বিনামূল্যে এই ছবি দেখতে পায়। দিল্লীতে এই ছবি রিলিজের জন্যে কোনো রকম কর মকুব করা হবে না।"
অরবিন্দ কেজরিওয়ালের এই মন্তব্যকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ঝড় উঠেছে নেটিজেনদের মধ্যে। আজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিষয়ে এক হাত নিয়েছেন কেজরিওয়ালকে। হিমন্ত বলেছেন, "আপনি (অরবিন্দ) যদি দিল্লীতে কর মকুব না করতে চান, করবেন না। কিন্তু এই ধরনের মন্তব্য করে কাশ্মিরী পন্ডিতদের অসন্মান করবেন না। তাঁদের মধ্যে যে গভীর ক্ষত রয়েছে তাতে আর লবণ ছেটাবেন না। এই ধরনের মন্তব্য করা থেকে নিজেকে বিরত রাখুন। এই ধরনের মন্তব্য কোনো মুখ্যমন্ত্রীকে মানায় না।"