অসহায় মানুষের সহায়তায় আবার কখনো অনাহারে দিন কাটানো মানুষটির মুখে খাবার তুলে দিতে প্রস্তুত থাকবে নতুন দিগন্ত। রক্তদান শিবির থেকে শুরু করে সামাজিক নানা রকম কর্মসূচির মধ্য দিয়ে নতুন দিগন্ত তাদের সারা বছরের কর্মসূচি পালন করবে। এমনটাই অঙ্গীকার নিয়ে আজ শুভ উদ্বোধন হলো এই ক্লাবের। যেখানে নীলগঞ্জ রোডের ধারে একটি দীর্ঘ দিনের পুরনো চায়ের দোকানের সকলকে নিয়ে এবং পার্শ্ববর্তী বহু মানুষদের একত্রিত করে রাজনৈতিক রঙের ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে আজকের থেকে শুরু হলো নতুন দিগন্তের যাত্রাপথ। যেখান থেকে আগামী দিনে বহু মানুষ তাদের আস্তানা খুঁজে পাবে।
নতুন দিগন্ত নামে এই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত পৌর প্রতিনিধি সোমনাথ রায় চৌধুরীকে সম্মান জানাতে বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নতুন দিগন্ত ক্লাবের পক্ষ থেকে ওয়াজের নবনির্বাচিত পৌর প্রতিনিধি সোমনাথ রায় চৌধুরী কে পুষ্পস্তবক ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়ার সাথে সাথে একটি ফটো ফ্রেম তাকে ক্লাবেরপক্ষ থেকে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এছাড়াও কামারহাটি পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরীকে সম্মান জানাতে কামারহাটি মুক্তমন নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। বাসুদেবপুর সাংগঠনিক এর পক্ষ থেকেও কামারহাটির নবনির্বাচিত 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী ওরফে বাবু মণ্ডলকে সম্বর্ধনা জানানো হয়। এই দিনের এই অনুষ্ঠানে নবনির্বাচিত কাউন্সিলর সোমনাথ রায়চৌধুরীকে বিশেষ সম্মান জানাতে উপস্থিত ছিলেন district স্পোর্টস এসোসিয়েশন এর সদস্যরা।
নতুন দিগন্ত ক্লাব এর উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন তপন সরকার। এছাড়াও রতন দাস, রামচন্দ্র বিশ্বাস , অসিত চক্রবর্তী, খোকন দাস, তারক দত্ত, বাবু দে এছাড়াও ক্লাবের বহু সদস্যদের তত্ত্বাবধানে নতুন দিগন্ত ক্লাবের এই দিনের এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
24 ঘন্টা মানুষকে পরিষেবা দিতে প্রস্তুত থাকবে ক্লাব। মাঠে-ঘাটে খেলাধুলার প্রতি ছেলেমেয়েদের ঝোঁক কমে হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে সংস্কৃতির চর্চা। সমস্ত তাকে ফিরিয়ে আনবে নতুন দিগন্ত। রথ তলা পরিষেবার পাশাপাশি উন্নয়ন ক্লাব এর মত সর্বক্ষণ মানুষের পরিষেবা দিতে প্রস্তুত থাকবে এই নতুন দিগন্ত ক্লাব। একসাথে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দাও দিলেন উন্নয়ন ক্লাবের সম্পাদক সন্দীপ দাস। নতুন দিগন্ত ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আগামীতে কামারহাটির ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ রায় চৌধুরী।
রিপোর্ট : সৃঞ্চিণী পোদ্দার, কামারহাটি